• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হারাতে বসেছিলেন কণ্ঠস্বর বিকল হয়ে যেত অঙ্গপ্রত্যঙ্গ! রইল শাহরুখ খানের জীবনের অজানা কাহিনী 

Published on:

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড,Bollywood,কণ্ঠস্বর হারানো,Voice Loss,পক্ষাঘাত,Paralysis,অজানা কথা,Unknown Facts

আজ ২রা নভেম্বর, অর্থাৎ বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) জন্মদিন। আজকের দিনে ৫৭ বছরে পা দিয়েছেন অভিনেতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সব সিনেমা। আজ রুপালি পর্দায় শাহরুখ খানের উপস্থিতি নেশা ধরায় অসংখ্য সিনেমা প্রেমীদের মনে। বলিউডের রোমান্স কিং তিনি। তার দুচোখের চাহনি থেকে শুরু করে মন ভালো করে দেওয়া হাসি সব কিছুর মধ্যেই রয়েছে এক অদ্ভুত ম্যাজিক।

যা বছরের পর বছর ধরে মন জয় করে নিয়েছে অসংখ্য সিনেমাপ্রেমীদের। সময়ের সাথে দিনে দিনে বেড়েই চলেছে শাহরুখ খানের অনুরাগীদের সংখ্যা। আসলে শাহরুখ খান নামটাই যথেষ্ট। তাই বলিউড বাদশার নামটা থাকা মানেই খবর। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয়, কিং খানের নামটাই যথেষ্ট যেকোনো সংবাদ শিরোনামের জন্য।

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড,Bollywood,কণ্ঠস্বর হারানো,Voice Loss,পক্ষাঘাত,Paralysis,অজানা কথা,Unknown Facts

আজ অভিনেতার জন্মদিন। এই দিনটা প্রত্যেক বছরই তাঁর অনুরাগীদের কাছে উৎসবের মতো। দিওয়ালি শেষ হয়ে গেলেও কেক কেটে বাজি ফাটিয়ে উৎসবের মতোই আয়োজন করে আজকের দিনটাকে পালন করে থাকেন সকলে। প্রসঙ্গত শাহরুখ খানের কাঁধের চোটের কথা এতদিনে জেনে গিয়েছেন কমবেশি সকলেই।  যার জন্য কম ঝুঁকি পোহাতে হয়নি তাঁকে। একসময় এই চোটের কারণে গলার স্বর হারাতে বসেছিলেন কিং খান এমনকি তার প্যারালাইসিস হওয়ারও সম্ভাবনা ছিল প্রবল।

তাই চিকিৎসকরাঅভিনেতাকে পরামর্শ দিয়েছিলেন চোট দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। তবে সেই অস্ত্রোপচারের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও ছিল।তাই এক বছর অপেক্ষা করতে চেয়েছিলেন শাহরুখ খান। সেসময় ‘পিন থেরাপি’র কথা জানতে পেরেছিলেন কিং খান। কিন্তু প্রথমে শাহরুখ ভেবেছিলেন গলায় পিন ফোটাতে হবে।

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড,Bollywood,কণ্ঠস্বর হারানো,Voice Loss,পক্ষাঘাত,Paralysis,অজানা কথা,Unknown Facts

এরপর চিকিৎসক জামা খুলতে বলায় শাহরুখ প্রথমে ভেবেছিলেন শুধু জামা খুলতে হবে। কিন্তু থেরাপিস্ট তাঁকে জানান তাঁর গলায় নয়, গোপনাঙ্গে পিন ফোটাতে হবে। তাই তাঁকে পুরোপুরিই অনাবৃত হতে বলেছিলেন চিকিৎসক। শাহরুখের কথায় ‘গলা ঠিক করতে ওঁরা আমার গোপনাঙ্গে পিন ফোটাতে চেয়েছিলেন। প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটি বিষয় ছিল সেটি। আমি পুরোটা বর্ণনা করতে পারব না। আমার জীবনের অন্যতম লজ্জাজনক এবং যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা এটি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥