• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাঠান তো ফ্লপ হবে, রিটায়ার নিয়ে নিন! হাসি মুখেই নিন্দুককে যোগ্য জবাব দিলেন ‘বাদশাহ’ শাহরুখ খান

Published on:

Shahrukh Khan reply to Trollers saying pathaan will be flop wins hearts of netizens

আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরই রিলিজ করবে শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। আপাতত সেই ছবির রিলিজের অপেক্ষাই করছে দর্শকরা। সোশ্যাল মিডিয়ার হট টপিক এখন ‘পাঠান’। কেউ শাহরুখ-দীপিকার ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, কেউ আবার রিলিজের আগেই তুলছে বয়কটের ডাক। সব মিলিয়ে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়া সত্যিই ‘পাঠানময়’!

‘কিং খান’এর আসন্ন ছবির টিজার এবং দু’টি গান ইতিমধ্যেই রিলিজ করে গিয়েছে। এখন অপেক্ষা শুধু ট্রেলারের। আগামী ১০ জানুয়ারি ট্রেলার রিলিজ করবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে শাহরুখ-দীপিকারা আসন্ন ছবির জোরকদমে প্রচার চালাচ্ছেন।

Pathaan new poster, Shah Rukh Khan Pathaan look

এমনিতেই ‘পাঠান’এর ‘বেশরম রঙ’ গান প্রকাশ্যে আসার পর থেকে যে বিতর্ক শুরু হয়েছে সেটি এখনও থামেনি। ‘কিং খান’ এবং দীপিকার বিরুদ্ধে এখনও ক্ষোভ উগড়ে দিচ্ছে অনেকেই। কারোর কারোর মতে, ছবিটি চূড়ান্ত ফ্লপ হতে চলেছে। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় একজন নেটাগরিক সরাসরি শাহরুখকে একথা বলে বসেন।

বুধবার পর্দার ‘পাঠান’ সামাজিক মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। সেখানে অনুরাগীদের নানান ধরণের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সেখানেই একজন নেটাগরিক শাহরুখকে বলেন, ‘পাঠান ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে। অবসর গ্রহণ করে নিন’।

Pathaan movie

‘কিং খান’এর নজর এড়িয়ে যায়নি এই টুইটটি। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট টুইটটির জবাব দিয়ে শাহরুখ লেখেন, ‘বেটা বড়দের সঙ্গে এভাবে কথা বলতে নেই!!’ অভিনেতার এই প্রত্যুত্তর নেটিজেনদের মন জয় করে নিয়েছে। চুপ করে ট্রোলিং সহ্য না করে তিনি যেভাবে ট্রোলারের মুখে ঝামা ঘষে দিয়েছেন তা বেশ ভালোলেগেছেন অনেকের।


একজন নেটাগরিক যেমন শাহরুখের এই জবাবের প্রসঙ্গে লিখেছেন, ‘আরেহ শাহরুখ খান আজ ট্রোলার হয়েছে নাকি?’ আর একজন আবার লিখেছেন, ‘এই না হলে কিং’এর মতো কথা’। প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥