রিলিজের সপ্তাহ দুয়েক পরেও শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান ম্যানিয়া’য় (Pathaan) আক্রান্ত দর্শকরা। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। এখনও দর্শকদের মধ্যে ‘পাঠান’ ঘিরে ক্রেজ দেখার মতো। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে প্রায় ৭২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তবে জানিয়ে রাখি, ব্লকবাস্টার এই ছবির মধ্যে কিন্তু রয়েছে একাধিক ভুল (Pathaan movie mistakes)। অনেক দর্শকের চোখে না পড়লেও, বেশ কিছু মানুষের নজর কেড়েছে সেগুলি।
আচমকা বেড়ে গেল উচ্চতা- ‘পাঠান’এর একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, শাহরুখ এবং জন একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই দৃশ্যে দেখা যাচ্ছে, শাহরুখের উচ্চতা জনের চেয়ে কম। কিন্তু এরপরেই দৃশ্যেই আবার দেখা যায়, ‘কিং খান’ জনের চেয়ে লম্বা হয়ে গিয়েছেন।
কোথা থেকে এল বোম?- ছবির একটি দৃশ্যে দেখা যায়, ট্রাকের ওপর থেকে লাফ মারছেন শাহরুখ। সেই সময় তিনি বাইকে ছিলেন। দু’হাত দিয়ে বাইকের হ্যান্ডেল ধরে রেখেছিলেন ‘কিং খান’। কিন্তু এরপরের দৃশ্যেই দেখা যায়, শাহরুখের একটি হাত বাইক থেকে সরে গিয়েছে এবং তাঁর হাতে বোম রয়েছে। আচমকা কোথা থেকে এল এই বোম?
হঠাৎ উধাও ট্রেন- ‘পাঠান’এর একটি দৃশ্যে দেখা যায়, হেলিকপ্টারে আগুন লেগেছে এবং সেটি ধীরে ধীরে নীচে নেমে আসছে। তখনই দেখা যায়, একটি ট্রেনও আসছে। কিন্তু জ্বলন্ত হেলিকপ্টার নীচে আসার পর দেখা যায়, ট্রেন গায়েব হয়ে গিয়েছে।
আচমকা একাধিক লোকের আগমন- ছবির একটি দৃশ্যে দেখা যায়, ট্রাকের ওপর উঠে একজন গার্ডকে গুলি মারছেন শাহরুখ। সেই সময় সেখানে আর কেউ ছিলেন না। কিন্তু পরের দৃশ্যেই দেখা যায়, আচমকা সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন একাধিক গার্ড। হঠাৎ করে একাধিক ব্যক্তি কীভাবে প্রকট হলেন সেই উত্তর খুঁজে পাননি দর্শকরা!
হঠাৎ করে কাছাকাছি- ‘পাঠান’এর একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যাবে ট্রাকের ওপর লড়াই করছেন শাহরুখ এবং জন। শুরুতে দু’জনের মধ্যেকার দূরত্ব অনেকটাই বেশি ছিল।
কিন্তু পরের দৃশ্যেই দেখা যায়, শাহরুখ-জন এক ফ্রেমে চলে এসেছেন এবং দু’জনের মধ্যেকার দূরত্বও অনেকটা কমে গিয়েছে। কীভাবে ১ সেকেন্ডের মধ্যে শাহরুখ এবং জন এত কাছাকাছি চলে এলেন তার উত্তর পাওয়া যায়নি ছবিতে।