শাহরুখ খান (Shahrukh Khan) নামটাই যথেষ্ট, এই কথাটাই শোনা গিয়েছিল চারিদিকে পাঠান (Pathaan) ছবি রিলিজের আগে। গোটা ভারতের শাহরুখ ভক্তদের সেই কথা অক্ষরে অক্ষরে মিলে ফেল রিলিজের পরেই। ছুটির দিন না হওয়া সত্ত্বেও প্রথম দিনেই হাউসফুল সমস্ত সিনেমা হল। বলিউডের দুর্দশা কাটিয়ে একেবারে উৎসবের মেজাজ এনে দিয়েছে পর্দার পাঠান। শুধু তাই নয় প্রথম হিন্দি ছবি হিসাবে এক অনন্য রেকর্ড তৈরী করল ছবিটি।
গত ২৫শে জানুয়ারি রিলিজ হয় শাহরুখ, দীপিকা পাডুকোন ও জন অভিনীত ছবিটি। একবছর আগেই দিনক্ষণ ঘোষণা হয়েছিল। ধীরে ধীরে ফার্স্ট লুক, টিজার, ট্রেলার প্রকাশ্যে আসতে থাকে বাড়তে থাকে ভক্তদের মনের মধ্যেকার চাপা উত্তেজনা। মাঝে একটি গান ও কিছু দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়, ওঠে বয়কটের দাবি। তবে তাতে বিন্দুমাত্র পার্থক্য চোখে পড়েনি উন্মাদনায়।
রিলিজের দিনেই ভারতে প্রায় ৫০ কোটি ছুঁয়েছে ব্যবসা। অবশ্য এটা যে হতে চলেছে সেটা প্রি বুকিংয়ের লক্ষাধিক টিকিট দেখে আন্দাজ করাই গিয়েছিল। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এদিন কোথাও রাস্তায় শাহরুখ ভক্তদের ভিড় তো কোথাও হলের ভেতরে ‘ঝুমে জো পাঠান’ গানে অসংখ্য লোকের নাচতে দেখা গিয়েছে। সাথে ‘কিং ইস ব্যাক’ স্লোগানে চেয়ে গিয়েছিল সর্বত্র।
যেমনটা জানা গিয়েছে শুধুমাত্র নামি মাল্টিপ্লেক্স চেইন গুলি থেকেই ২৭.০৮ কোটির ব্যবসা করেছে ছবিটি। এছাড়াও সিঙ্গেল স্ক্রিন সহ আরও ছোট বড় প্রেক্ষাগৃহ মিলিয়ে ৪৫ কোটির ব্যবসা হয়েছে। আর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ছিল ২৬ শে জানুয়ারি। একদিকে প্রজাতন্ত্র দিবসের ছবি তারপর বঙ্গে সরস্বতী পুজো দুইয়ে মিলে বাম্পার ব্যবসা করেছে পাঠান।
বিশেষজ্ঞরা মনে করেছিলেন প্রথম সপ্তাহে ১০০ কোটি পেরিয়ে যাবে ২০০ কোটিও পেরোতে পারে। তবে সমস্ত প্রত্যাশা চাপিয়ে দুদিনেই ২০০ কোটি পার করেছে সমগ্র ছবির ব্যবসা। আর ভারতে যেখানে ৬০ কোটি আন্দাজ ছিল দ্বিতীয় দিনে সেখানে প্রায় ৭৫ কোটি ছুঁয়েছে কালেকশনের অঙ্ক।
গোটা বিশ্বে হিন্দি ছবির এত ভালো ব্যবসা এর আগে কখনো হয়নি। প্রথম দিনে ১০৬ কোটি টাকা তুলে ওপেনিং ডে এর নিরিখে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফেলেছে পাঠান। একই সাথে বিগত কয়েকমাস বা বলা ভালো করোনাকাল থেকে যে খরা চলছিল বলিউডে সে সব মুছে দিলেন কিং খান।