• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই বলিউডের বাদশা! রিলিজের আগেই হাউসফুল, কয়েকশো কোটি তুলে নতুন রেকর্ড গড়ল ‘পাঠান’

Published on:

Shahrukh Khan pathaan Makes record in Pre Booking makes record revenue selling 2.5 lakh tickets

দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরই ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করবেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। রিলিজের ৫ দিন আগে থেকেই দর্শকদের মধ্যে ‘পাঠান’ (Pathaan) নিয়ে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। আর মাত্র একদিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ‘পাঠান’এর আড়াই লাখ টিকিট।

শাহরুখের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠলেও বক্স অফিসে যে কোনও ছাপ পড়ছে না তা ‘পাঠান’এর অগ্রিম বুকিং কালেকশন (Pathaan advance booking) দেখেই বেশ বোঝা যাচ্ছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, যদি এমনটাই চলতে থাকে তাহলে প্রথম দিনেই ৩৫-৪০ কোটি আয় করে ফেলবে এই সিনেমা। প্রথম সপ্তাহান্তের মধ্যেই পেরিয়ে যাবে ৩০০ কোটির গণ্ডি।

Pathaan, Shah Rukh Khan, Bollywood, movie, entertainment, পাঠান, শাহরুখ খান, বলিউড, বিনোদন, সিনেমা

‘পাঠান’ রিলিজের ৫ দিন আগে অর্থাৎ আজ থেকে ছবিটির অগ্রিম বুকিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল থেকেই টিকিট বুকিং শুরু করে দেওয়া হয়। আর বুকিং শুরু হওয়ার পর থেকেই দর্শকরা রীতিমতো হামলে পড়েছেন। কেউই শাহরুখের কামব্যাকের ছবি মিস করতে চাইছেন না।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ট্রেড অ্যানালিস্ট অতুল মোহন বলেছেন, অগ্রিম বুকিংয়ের প্রথম দিনেই প্রায় ৯০ হাজার টিকিট বিক্রি হয়েছিল ‘পাঠান’এর। ইতিমধ্যেই সংখ্যাটা আড়াই লাখ পেরিয়ে গিয়েছে।

Pathaan movie song Besharam Rang song is vulgar, claims a part of audience

হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতার সময় অতুল এই প্রসঙ্গে বলেন, ‘সাধারণত প্রথম দিনে অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হয়। এরপর রিলিজের আগের দিন আরও বাড়ে’। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘পাঠান’এর প্রায় ১৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যত দিন যাবে সেই অঙ্কটা যে আরও বাড়বে এই কথা সকলেরই জানা। এবার দেখার অগ্রিম বুকিংয়ে শেষ পর্যন্ত কত কোটি ঘরে তোলে শাহরুখের ছবি।

প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ একটি স্পাই থ্রিলার। ছবিতে ‘পাঠান’ নামের একজন জওয়ানের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। অপরদিকে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে নায়িকার চরিত্রে এবং খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। দমদার অ্যাকশনে ভরপুর এই সিনেমা আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥