• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজকের বলিউডের বাদশাহ শাহরুখ খান, একসময় চেয়েছিলেন ব্যালকনি থেকে ঝাঁপ দিতে!

Published on:

শাহরুখ খান,আইপিএল,কেকেআর,ক্যালকাটা নাইট রাইডার্স,Shahrukh Khan,KKR,Kolkata Night Riders,IPL,Shahrukh Khan once wanted to jump from balcony

বলিউডের বাদশাহ বলতে ছোট থেকে বড় সকলেই একজনকেই চেনে তিনি হলেন শাহরুখ খান (Shahrukh Khan)। অভিনেতার নামটাই যথেষ্ট ছবি সুপার হিট হবার জন্য। দেশে থেকে শুরু করে বিদেশেও লক্ষাধিক অনুগামী রয়েছে অভিনেতার। যারা শাহরুখের জন্য রীতিমত পাগল। বিটাউনেও অভিনেতাকে নিয়ে সর্বদাই চর্চা হয়েই চলেছে।

বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একতজন শাহরুখ খান। খুবই ছোট থেকে বড় হয়ে আজ সাফল্যের শীর্যে রয়েছেন তিনি। তবে অভিনেতার শুরুটা ছিল বেশ কঠিন। প্রথমদিকে ছবি পেতে অনেক পরিশ্রম করতে হয়েছিল অভিনেতাকে। তবে বর্তমানে তিনি একজন সেলেব্রিটি।

Shahrukh Khan

জানেন কি একসময় শাহরুখ চেয়েছিলেন বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দিতে! আপনি হয়তো ভাববেন যে টাকা পয়সা সবই তো আছে তাহলে কিসের জন্য এমনটা করতে চেয়েছিলেন অভিনেতা। আসলে এর পিছনে রয়েছে একটি মহাদের কাহিনী। সেই কাহিনীই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব।

শাহরুখ খান,আইপিএল,কেকেআর,ক্যালকাটা নাইট রাইডার্স,Shahrukh Khan,KKR,Kolkata Night Riders,IPL,Shahrukh Khan once wanted to jump from balcony

সকলেই জানেন আইপিএল এর কলকাতা নাইটরাইডার্স টিমটি হল শাহরুখ খানের কেনা। কিন্তু টিমটি বারবার ভালো পারফর্মেন্স দিতে ব্যর্থ হচ্ছিলো। এই ঘটনায় খানিক ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। কিন্তু টিম হেরে জেরেই হাজারো লোকে মিম বানিয়ে ট্রল করতে শুরু করে। তবে হার মানেন নি অভিনেতা।

শাহরুখ খান,আইপিএল,কেকেআর,ক্যালকাটা নাইট রাইডার্স,Shahrukh Khan,KKR,Kolkata Night Riders,IPL,Shahrukh Khan once wanted to jump from balcony

তবে এরপর আসে সাফল্য আইপিএলে, ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যালকাটা নাইট রাইডার্স। প্রথমবার টিম আইপিএল জেতায় দারুণ খুশি হয়ে গিয়েছিলেন শাহরুখ খান। বলতে গেলে খুশির চোটে পাগলই হয়ে গিয়েছিলেন। টিমের জেতার আনন্দে বাল্কনিথেকেই ঝাঁপ মারতে চেয়েছিলেন। তবে অভিনেতার মেয়ে সুহানা তাকে বাঁচিয়ে নিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥