বলিউডের (Bollywood) ‘বাদশা’ তিনি। স্বাভাবিকভাবেই তাই শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে চর্চা লেগেই থাকে। কখনও কাজের সৌজন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে- শাহরুখ বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি যেমন ‘পাঠান’ বিতর্কে জেরবার বলিউড সুপারস্টার। এসবের মাঝেই ভাইরাল হয়েছে তাঁর এক বিস্ফোরক মন্তব্য।
শাহরুখ এমন একজন অভিনেতা যিনি যোগ্য জবাব দেওয়ার জন্য বেশ সুপরিচিত। এছাড়াও ‘বাদশা’র রসবোধও কিন্তু দারুণ। কিন্তু বহুবার এই রসবোধের কারণেই তাঁকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকের প্রতিবেদনে এমনই এক ঘটনার কথা তুলে ধরা হল।
ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। সেই বছর ‘কিং খান’ দিল্লিতে গিয়েছিলেন এই বই প্রকাশ অনুষ্ঠানের জন্য। বইটির নাম ছিল ‘ডিসকভার দ্য ডায়মন্ড ইন ইউ’। সেই অনুষ্ঠানেই সকলের সামনে অভিনেতা বলেছিলেন, তিনি বিশ্বের সবচেয়ে বড় পর্ণ তারকা (Porn star) হওয়ার স্বপ্ন দেখতেন।
একটি নামী সংবাদমাধ্যমে শাহরুখকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘আমি সবসময় পর্ণ তারকা হতে চাইতাম। আমি সব ধরণের পজিটিভিটি এবং ক্ল্যারিটির সঙ্গে এই কাজটা করতে চাই’। এখানেই থামেননি পর্দার ‘পাঠান’। এই পেশা বেছে নেওয়ার জন্য তাঁকে কে অনুপ্রাণিত করেছেন সেটিও বলেন তিনি। শাহরুখের সংযোজন, ‘আমি বরাবর সিলভেস্টার স্ট্যালনের অনেক বড় একজন অনুরাগী। উনি প্রথমে একজন পর্ণ তারকা ছিলেন এবং এরপর হলিউড সুপারস্টার হয়েছেন’।
Reason to #BoycottPathaan#BoycottbollywoodCompletely #BoycottBollywood #BollywoodKiGandagi
"This was his main goal to be a Pôrnstar" pic.twitter.com/6g4HmZMESZ
— Sᴜᴍɪᴛᴀ ᴅᴀs???????? (@sumidas198) January 8, 2023
‘কিং খান’এর মুখ থেকে এই ধরণের মন্তব্য শোনার পর অনুরাগীদের একাংশ বেশ চটে গিয়েছিলেন। যদিও সেখানে চুপ করেননি শাহরুখ। অভিনেতা আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় পর্ণ তারকা হয়ে যাওয়ার পর আমি নিজের পতাকা নিয়ে যাব এবং সেটি আমেরিকায় ঝুলিয়ে দেব’।
বলিউড ‘বাদশা’ সম্পূর্ণ বিষয়টি মজার ছলে বললেও অনেকেই সেই মজাটি ভালোভাবে নেননি। এমন ধরণের কথা বলার জন্য অনেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তাঁর এই মন্তব্য নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল সেই সময়।