দেখতে দেখতে ৪ বছর হয়ে গিয়েছে শাহরুখ খান (Shahrukh Khan) এর শেষ ছবি বড়পর্দায় মুক্তি পেয়েছে। শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি বক্স অফিসে ‘জিরো’ কামাল দেখানোর পর রুপোলি পর্দা থেকে একপ্রকার দূরেই সরে গিয়েছিলেন বলিউডের ‘বাদশা’। তবে চার বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ফের ‘কামব্যাক’ (Shah Rukh Khan Upcoming Movie) হচ্ছে তাঁর। একদিকে একের পর এক বলিউড ছবি যেখানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, সেখানে কি মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবেন ‘জওয়ান’ (Jawan) শাহরুখ?
বক্স অফিস জুড়ে এখন শুধুই দক্ষিণ ছবির ‘রাজত্ব’। ‘পুষ্পাঃ দ্য রাইজ’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘আরআরআর’- একের পর এক দক্ষিণের সিনেমা দর্শক মনে রাজ করছে। অপরদিকে হিন্দি সিনে দুনিয়ার তাবড় তাবড় অভিনেতাদের ছবি সাফল্যের স্বাদ পাচ্ছে না। এই অবস্থায় এক নয়, দুই নয়, একেবারে তিন-তিনটি ছবি নিয়ে ‘বাদশা’র মতো কামব্যাক করছেন শাহরুখ।
দক্ষিণী ছবির এই সাফল্যের মাঝে কি শাহরুখের ছবি দাঁড়াতে পারবে? শোনা যাচ্ছে, বক্স অফিসে দক্ষিণী সিনেমাকে ‘টেক্কা’ দিতে শাহরুখের ভরসা দক্ষিণী পরিচালক। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, আইপিএলের সময় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির নাম করা পরিচালক আতলির (Atlee Kumar) কথা হয়েছে। এরপরই ‘বাদশা’র পরবর্তী ছবি ‘জওয়ান’ চূড়ান্ত হয়েছে।
‘জওয়ান’এর পোস্টার প্রকাশ করা মাত্রই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। শাহরুখের লুক নিয়ে চর্চার পাশাপাশি তাঁর দক্ষিণের পরিচালক সঙ্গে জোট বেঁধে দক্ষিণী ছবিকে টেক্কা দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি বলি ‘বাদশা’ও যে বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে দক্ষিণের সঙ্গে জুটি বাঁধা ছাড়া আর কোনও উপায় দেখছেন না, উঠেছে সেই প্রসঙ্গও।
আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক আতলির সেই ছবিতে ‘কিং খান’এর বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারাকে। এবার দেখার, দক্ষিণের সাহায্য নিয়ে বলিউড সাফল্যের মুখ দেখতে পারে কিনা।