• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫৭ বছরেও সুপারফিট! বিতর্কের মাঝেও কয়েক ঘণ্টাতেই রেকর্ড গড়ল ‘Pathaan’ ছবির নতুন গান, রইল ভিডিও

Published on:

Shahrukh Khan New Pathaan movie new song Jhoom le Pathaan makes record after releasing

সংবাদমাধ্যমের বিনোদনের পাতা এখন শুধুই শাহরুখময়, একথা যদি বলা হয় তাহলে হয়তো অত্যুক্তি হবে না। এমনিতেই তিনি বলিউডের ‘বাদশা’। তারপর আবার দীর্ঘ ৪ বছর পর ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন তিনি। ‘পাঠান’ (Pathaan) রিলিজের মাস খানেক আগে একের পর এক গান প্রকাশ্যে আসছে, আর তার জেরে শাহরুখকে (Shah Rukh Khan) নিয়ে চর্চাও আরও বাড়ছে।

চলতি মাসেই প্রকাশ্যে এসেছিল ‘পাঠান’এর প্রথম গান ‘বেশরম রঙ’। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। কেউ সেই গানের বিরুদ্ধে অশ্লীলতার প্রচারের অভিযোগ তুলেছিল, কেউ আবার দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরাকে হিন্দু ধর্মের অপমান বলেছিল! কয়েকদিন আগে একজন আচার্য আবার এই বিতর্কের প্রেক্ষিতেই শাহরুখ জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

Besharam Rang

একদিকে যখন ‘বেশরম রঙ’ বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই ‘পাঠান’এর দ্বিতীয় গানের কথা ঘোষণা করা হয়। ‘ঝুমে জো পাঠান’এর (Jhoome Jo Pathaan) প্রথম লুক প্রকাশ্যে এনে জানানো হয়, গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সুপার স্পাই ‘পাঠান’এর স্পিরিটকে ট্রিবিউট দেওয়া হয়েছে এই গানের মাধ্যমে।

‘বেশরম রঙ’এর বিতর্কের রেশ কাটতে না কাটতেই ‘ঝুমে জো পাঠান’ প্রকাশ্যে আসছে, আদৌ দর্শকরা দেখবেন তো? অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। কিন্তু বৃহস্পতিবার গানটি রিলিজ হতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। মুখ ফেরানো তো দূরে থাক, ‘পাঠান’এর নতুন গান শুনে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

Jhoome Jo Pathaan

অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ঝুমে জো পাঠান’ রিলিজ ২ ঘন্টার মধ্যেই তোলপাড় করে দিয়েছে। শুরুর দু ঘন্টার মধ্যেই ৩ মিলিয়ন ভিউ হয়ে সুপারহিট হয়ে গিয়েছে সেই গান। আর ৮ ঘণ্টার মধ্যেই ‘পাঠান’এর দ্বিতীয় গান ইউটিউবে ৯.২ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। কমেন্টের সংখ্যাও প্রায় ১ লক্ষ ছুঁইছুঁই।

‘ঝুমে জো পাঠান’এ একদিকে যেমন শাহরুখ-অরিজিৎ যুগলবন্দির তারিফ করছেন দর্শকরা, তেমনই আবার অনেকে ‘কিং খান’এর লুকেরও প্রশংসা করেছেন। ৫৭ বছর বয়সেও ‘বাদশা’র গ্ল্যামার নজর কেড়েছে দর্শকদের। সেই সঙ্গে দীপিকার সঙ্গে উষ্ণ রসায়ন তো রয়েছেই। সব মিলিয়ে ‘বেশরম রঙ’ বিতর্কের মাঝেও ‘ঝুমে জো পাঠান’ যে সুপারহিট, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥