ব্লকবাস্টার ‘পাঠান’ (Pathaan) অতীত, এবার ‘জওয়ান’ (Jawan) রূপে বক্স অফিসে ঝড় তুলতে আসছেন বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social media) ’কিং খান’এর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুরোদস্তুর অ্যাকশন মুডে ধরা দিয়েছেন অভিনেতা। মুখে সিগারেট হাতে বেল্ট নিয়ে ভিলেনদের উদ্দুম মারছেন ‘জওয়ান’ শাহরুখ।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’এর মাধ্যমে কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলেছে সেই সিনেমা। রিলিজের প্রায় দেড় মাস পরেও দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজ দেখার মতো। ইতিমধ্যেই ১০০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘কিং খান’এর ছবি। ব্লকবাস্টার ‘পাঠান’এর পর ‘জওয়ান’রূপে পর্দায় আসছেন অভিনেতা।
চলতি বছর যে শাহরুখের তিনটি ছবি রিলিজ করবে তা আগে থেকেই সকলের জানা। ‘পাঠান’এর বক্স অফিসে ঝড় তুলতে আসছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এবং বছরের শেষ মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডানকি’। আপাতত ‘জওয়ান’ ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এসবের মাঝে শাহরুখের অ্যাকশন দৃশ্যের ভিডিও ভাইরাল (Viral) হওয়ায় সেই সিনেপ্রেমী মানুষদের এক্সাইটমেন্ট একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় একেবারে রণংদেহী মূর্তিতে দেখা গিয়েছে ’কিং খান’কে। মুখে জ্বলন্ত সিগারেট আর হাতে বেল্ট। সেই বেল্ট দিয়েই ভিলেনদের মারছেন তিনি। শাহরুখকে অ্যাকশন মুডে দেখে তাঁর অনুরাগীরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। একের পর এক কমেন্ট করে নিজেদের মতামত জাহির করছেন তাঁরা।
একজন যেমন লিখেছেন, ‘এই ছবি ফাটাফাটি হতে চলেছে’। আর একজনের আবার মত, ‘পাঠান’ তো নস্যি, তার চেয়েও বেশি অ্যাকশন থাকতে চলেছেন ‘জওয়ান’এ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়বে ‘জওয়ান ক্রেজ’।
#Jawan HD Full Leaked Video ????? Retweet Fast ⏩https://t.co/JX9FijXYe0 pic.twitter.com/xWFVxQdFas
— Ron Ron (@RonRon59798321) March 11, 2023
‘পাঠান’এর সাফল্যের মাঝেই ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাহরুখ। জানা যাচ্ছে, চলতি বছর জুন মাস নাগাদ প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিটি শাহরুখের কেরিয়ারের প্রথম প্যান-ইন্ডিয়া সিনেমা হতে চলেছে বলে খবর। ‘কিং খান’ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা এবং সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়াও ‘আরআরআর’ তারকা রাম চরণকে ‘জওয়ান’এ ক্যামিও করতে দেখা যাবে বলে জানা গিয়েছে।