বলিউডের বাদশাহ হিসাবে পরিচিত শাহরুখ খান (Shahrukh Khan)। নব্বই এর দশকে বলিউড জগতে প্রথম পা রাখেন অভিনেতা, এপর্যন্ত শতাধিক ছবি করেছেন। আর যত ছবি করেছেন তার বেশিরভাগই সুপার হিট। এককথায় বলতে গেলে শাহরুখ খানের ছবি মানেই সুপারহিট। বলিউডের অভিনেতাদের ভিড়ে আজ জনপ্রিয়তার শিখরে রয়েছেন শাহরুখ খান। ভারতবর্ষ তো বটেই বিদেশে এমনকি গোটা বিশ্বে অগণিত ভক্ত রয়েছে শাহরুখ খানের।
অভিনেতাকে নিয়ে দর্শক তথা অনুগামীদের মধ্যে আবেগের শেষ নেই। কোনো নতুন ছবি এলেই দলে দলে হাজির হন ভক্তরা। আর ছবি রিলিজ হলেই তা সুপার হিটের খাতায় নাম তুলে ফেলে খুব সহজেই। নিজের অভিনয়ের জন্য একাধিক অ্যাওয়ার্ড ও সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা। শাহরুখ খানের জনপ্রিয়তা এতটাই যে তিনি যেখানেই যান সেটাই শিরোনামে পরিণত হয়। কোনো ভিডিওতে শাহরুখ খান থাকলে তা নিমেষে ভাইরাল ভিডিওতে পরিণত হয়।
সম্প্রতি শাহরুখ খানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে কোনো এক অ্যাওয়ার্ড শো এর ভিডিও দেখা যাচ্ছে। শোতে উপস্থিত ছিলেন বলিউডের আরেক বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের খিলাড়ি নাম পরিচিত অক্ষয় কুমার। ভিডিওতে শাহরুখ খানের শরীরে যে বিদ্যুৎ রয়েছে তা সকলের সামনে প্রমাণ করে দেখিয়েছেন অক্ষয় কুমার।
হাতে একটি বাল্ব নিয়ে সেই বাল্বের তার শাহরুখ খানের হাতে ঠেকাচ্ছেন অক্ষয়। আর হাতে ঠেকাতেই জলে উঠছে বাল্ব, যা দেখে উপস্থিত সকলেই চমকে উঠেছেন। তবে কি সত্যি কারেন্ট আছে শাহরুখ খানের শরীরে! আসলে আপনার যা ভাবছেন তা নয়। এটি একটি খেলনার ম্যাজিক বাল্ব। বাল্বটির মধ্যে একটি ব্যাটারি রয়েছে ও অক্ষয়ের হাতেই রয়েছে বাল্ব জ্বালানোর সুইচ।
শাহরুখ খানের হাতে বাল্বের তার ঠেকিয়ে সেই সুইচটাই প্রেস করে দিচ্ছেন অক্ষয়। যার ফলে জলে উঠছে আলো। মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। আর শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়েপড়েছে ভিডিওটি।