• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-আল্লু! ফাঁস হয়ে গেল ‘ডানকি’ ও ‘পুষ্পা ২’ এর রিলিজ ডেট

Published on:

Shahrukh Khan Dunki and Allu Arjun Pushpa 2 Movie released date leaked

চলতি বছর রিলিজ হতে চলা বিগ বাজেট সিনেমাগুলির মধ্যে একটি হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2)। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। ছবিতে আল্লুর (Allu Arjun) লুক ফাঁস হওয়ার পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদও বাড়তে শুরু করে দিয়েছিল। ছবি কবে রিলিজ (Release Date) হবে? সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল এই একটি প্রশ্ন। অবশেষে মিলল সেই উত্তর।

২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল সুকুমার পরিচালিক ‘পুষ্পা’ ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। কেউ প্রত্যাশা না করলেও, বক্স অফিসে বিরাট ঝড় তুলেছিল এই সিনেমা। সাউথে তো বটেই, হিন্দি বলয় থেকেও মোটা টাকা আয় করেছিল এই ছবি। এরপরই ‘পুষ্পা ২’র কথা ঘোষণা করেন নির্মাতারা।

Pushpa 2, Pushpa 2 release date

‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পর স্বাভাবিকভাবেই ‘পুষ্পা ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেকটা বেড়ে গিয়েছে। নির্মাতারাও জানিয়েছিলেন, এই ছবি তৈরিতে কোনও প্রকার খামতি রাখবেন না তাঁরা। দু’হাতে টাকা ঢালবেন প্রযোজকরা। ‘পুষ্পা ২’র প্রথম ঝলক দেখেও তেমনটাই আঁচ করেছেন দর্শকরা।

তবে এখন কোটি টাকার প্রশ্ন হল, ফার্স্ট লুক, টিজার সব প্রকাশ্যে এসে গিয়েছে। কিন্তু ‘পুষ্পা ২’ রিলিজ কবে করবে? অনেক দিন ধরেই সিনেপ্রেমী মানুষদের মনে ঘুরপাক খাচ্ছিল এই একটি প্রশ্ন। অবশেষে মিলল সেই উত্তর।

Pushpa 2, Allu Arjun Pushpa 2 fees. Pushpa 2 release date

আগে শোনা গিয়েছিল, আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল নাগাদ প্রেক্ষাগৃহে রিলিজ করবে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমা। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই বছরই রিলিজ করবে এই ছবি। চলতি বছর ২২ ডিসেম্বরকেই রিলিজের দিন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা।

Pushpa 2 and Dunki, Pushpa 2 release date, Dunki release date

তবে এখানে রয়েছে একটি বড় চমক। কারণ এই দিনে আরও একটি মেগা বাজেট সিনেমা রিলিজ হওয়ার কথা রয়েছে। আগেই শোনা গিয়েছিল। চলতি বছর ২২ ডিসেম্বর শাহরুখ খানের ‘ডানকি’ রিলিজ হবে। অর্থাৎ ‘পুষ্পা ২’ যদি এই দিনে রিলিজ হয় তাহলে বক্স অফিসে শাহরুখ বনাম আল্লুর লড়াই দেখতে পাবেন দর্শকরা। বলিউড নাকি সাউথ- শেষ হাসি কোন সুপারস্টার হাসবেন সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥