শাহরুখ খান (shahrukh khan), নামটাই যথেষ্ট বলিউডের বাদশাহকে চেনাতে। চোখে সুপারস্টার হবার হবার স্বপ্ন নিয়ে বড় হওয়া এক অতিসাধারণ পরিবারের ছেলে। অভিনয়কে ভালোবেসে মুম্বাইয়ের নানান প্রোডাকশন হাউসে ঘুরে বেড়ানো। তারপর ধীরে ধীরে ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া থেকে শুরু করে দর্শকদের হৃদয়ে স্থান দখল। আজ জনপ্রিয়তার শিখরে রয়েছেন শাহরুখ খান। দেশ থেকে বিদেশ সর্বত্রই শাহরুখ ফ্যান রয়েছে।
দেখতে দেখতে জীবনের ৩০টা বছর কাটিয়ে ফেললেন শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রিতে। ১৯৯২ সালের ‘দিওয়ানা’ ছবি দিয়ে শুরু হয়েছিল পথ চলা। এপর্যন্ত কয়েকশো ছবি করে ফেলেছেন। যার মধ্যে বেশিরভাগই সুপারহিট। তাছাড়া এমন শতাধিক ছবি রয়েছে যেগুলো দর্শকদের মনে আলাদা জায়গা তৈরী করে এখনো গেঁথে রয়ে গিয়েছে।
বাজিগর, ডর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, দেবদাস, বীর জারা, স্বদেশ, চাকদে ইন্ডিয়া, মাই নেম ইস খান, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান, ও জিরো এই ছবিগুলি দর্শকদের মনে যেন আজ রয়ে গিয়েছে। এছাড়াও এতো ছবি রয়েছে যা হয়তো বলে শেষ করা যাবেনা।
এদিন ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পার করায় সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্ট করেছেন শাহরুখ খান। যেখানে বাদশাহ লিখেছেন, ‘ কাজ করে চলেছি। বিগত ৩০ বছর ধরে অত্যাধিক ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জীবনের অর্ধেকটাই আপনাদের বিনোদনের উদ্দেশ্যে কাটিয়ে দিলাম সেটা অনুভব করতে পারছি। আগামীকাল কিছুটা সময় বের করে আপনাদের সাথে এই ভালোবাসা ভাগ করে নেবো নিজেই’।
Been working. Just saw the ’overwhelmed ness’ of the lov of nearly 30 yrs u r showering on me here. Realised it’s more than half my life in the service of hoping to entertain u all. Will take out time tomorrow & share some love back personally. Thx needed to feel loved….
— Shah Rukh Khan (@iamsrk) June 24, 2021
অভিনেতার এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। টুইটারে ইতিমধ্যেই #29GoldenYearsOfSRK ট্রেন্ডিং হয়ে গিয়েছে। এর আগে অভিনেতা একাধিকবার অনুরাগীদের সাথে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রশ্ন-উত্তর পর্ব করেছেন। এই টুইটের শেষে সেই ধরণেরই একটি প্রশ্ন-উত্তর পর্বের ইঙ্গিত মিলেছে। যেটা দেখে খুশি হয়ে গিয়েছেন শাহরুখপ্রেমীরা।