• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছাড়াও রয়েছে অসামান্য প্রতিভা! শাহরুখ থেকে ক্যাটরিনা গিনিস বুকে নাম রয়েছে এই ৫ বলি তারকার

Published on:

Shahrukh Katrina to these 5 bollywood celebrities who are in Guiness Book of World Records

বিনোদন পছন্দ  সিনেমা দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। আর বিনোদন মানেই হল বলিউড। সর্বদাই বলিউডের ভক্তদের মধ্যে বলিউড নিয়ে চর্চা চলতেই থাকে। শাহরুখ সালমান থেকে শুরু করে ক্যাটরিনা কারিনা বলি তারকারা অভিনয়ের দৌলতেই কোটি কোটি টাকা উপার্জন করেন। তবে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বিশ্বজোড়া খ্যাতিও অর্জন করেছেন অনেকেই। এমনকি বলিউডের ৫ তারকার কাছে রয়েছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।’ আজ বংট্রেন্ডের পাতায় এমনই পাঁচ তারকার সম্পর্কে জানাবো আপনাদের।

Bollywood King Shahrukh Khan is good at heart says fans

১. শাহরুখ খান (Shahrukh Khan) : বলিউডে বাদশাহ নামেও পরিচিত শাহরুখ খান। দেখতে দেখতে ৩ দশকের বেশি সময় হয়ে গেল অভিনয় করছেন তিনি। এই দীর্ঘসময়ে শতাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তবে জানলে অবাক হবেন ২০১৩ সালে ২২০.৫ কোটি টাকা আয় করে ফোর্বসের সর্বোচ্চ মাসিক আয়ের তালিকায় নাম তুলে ফেলেছিলেন তিনি।

Amitabh Bacchan

২. অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) : বিগ বি নামটাই যথেষ্ট অমিতাভ বচ্চনকে চেনার জন্য। বলিউডের অ্যাংরি ম্যান নামেও পরিচিত তিনি।  শোলে, মোহাব্বাতে, দিওয়ার এর মত কয়েকশো সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে শুধু অভিনয়েই সীমিত থাকেন নি তিনি। ১৯ জন শিল্পীর সাথে হনুমান চালিশা গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অমিতাভ বচ্চন।

katrina kaif

৩. ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বলিউডের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই বছরেই লক্ষ লক্ষ অনুগামীর মন ভেঙে ভিকি কৌশলের সাথে বিয়ে করেছেন। তবে আদতে দেখতে গেলে ভিকির থেকে বেশিই রোগজার করেন ক্যাটরিনা। এমনকি ২০১৩ সালে বলিউডের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী হয়েছিলেন তিনি। ৬৩.৭৫ কোটি আয় করে নাম তুলেছিলেন জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

Sonakshi SInha সোনাক্ষী সিনহা

৪.. সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : বলিউডের দাবাং অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমানের বিপরীতে দাবাং ছবির নায়িকা হয়েছিলেন সোনাক্ষী। তবে অভিনয়ের বাইরে বিশ্ব রেকর্ড করেছেন অভিনেত্রী। কি সেই রেকর্ড? আসলে ২০১৬ সালে একটি নেইল পেন্টিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে তিনি একা নন বরং ১৩২৮ জন অংশগ্রহণ করেছিল। আর এই কারণেই এই প্রতিযোগিতার নাম জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে গিয়েছে।

Abhishek Bacchan son of Amitabh Bacchan

৫. অভিষেক বচ্চন  (Abhishek Bacchan ) : বিগ বি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। বাবার মত বলিউডের সফল হতে পারেন নি অভিষেক। তবে নিজের ছবি ‘দিল্লি ৬’ এর জন্য বিশ্ব রেকর্ড করেছেন অভিনেতা। কি সেই রেকর্ড? সেটা হল ১২ ঘন্টার মধ্যে ছবির জন্য সর্বোচ্চ ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠানের রেকর্ড।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥