• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজকুমারের মেয়ে হয়েও বলিউডে ব্যর্থ! অভিনেত্রীর এই কাজের জন্য পুলিশের দারস্ত হন শহীদ কাপুর

বলিউড অভিনেতাদের জন্য তাঁদের অনুরাগীরা প্রায়শয়ই নানান অদ্ভুত কাজ করে থাকেন। কেউ তাঁদের প্রেমে পাগল হয়ে তাঁদের বাড়ি অবধি চলে যান, আবার কেউ তাঁদের পিছু করতে থাকেন। তবে সাধারণ ভক্তরা এসব কাজ করে থাকলেও, শাহিদ কাপুরের (Shahid Kapoor) জন্য বলিউড সুপারস্টার রাজকুমারের (Raaj Kumar) মেয়ে এই কাজ করেছিলেন। যে কারণে প্রায় ‘পাগল’ হতে বসেছিলেন অভিনেতা।

পঙ্কজ কাপুরের পুত্র শাহিদ যে বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতাদের মধ্যে একজন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁর প্রেমে হাবুডুবু খান অনেক মেয়েই। তবে সেই তালিকায় নাম রয়েছে, রাজকুমারের মেয়ে বাস্তবিকতা পণ্ডিতেরও (Vastavikta Pandit)। তবে শাহিদের প্রতি তাঁর আকর্ষণ দিন দিন মাত্রা ছাড়াচ্ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এক কড়া পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা। যে কারণে শেষ হয়ে গিয়েছিলেন নায়িকার অভিনয় কেরিয়ার।

   

Vastavikta Pandit

১৯৯৬ সালে বলিউডে পা রাখা বাস্তবিকতা সুন্দরী হলেও, অভিনেত্রী হিসেবে নজর কাড়তে পারেননি। এমনকি পিতা রাজকুমার বলিউডের সুপারস্টার হলেও, তাঁর সেই স্টারডম নিজের পক্ষে কাজে লাগিয়ে জনপ্রিয় হতে পারেননি মেয়ে বাস্তবিকতা। শেষ পর্যন্ত এক দশক স্ট্রাগল করার পর বলিউড থেকে হারিয়ে যান তিনি। মনে করা হয়, এই ধাক্কা সামলাতে না পেরেই বাস্তবিকতা এমন কাজ করা শুরু করেন, যা দেখে তাঁর কাছের মানুষরাও অবাক হয়ে গিয়েছিলেন।

Raaj Kumar

এই সময়েই শাহিদের পিছনে পড়ে গিয়েছিলেন রাজকুমারের মেয়ে। অভিনেতা যেখানেই যেতেন, সেখানেই তিনি হাজির হয়ে যেতেন। মাঝেমধ্যে আচমকা তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়তেন। আর এসবের পর নিজেকে শাহিদের সবচেয়ে বড় অনুরাগী বলে দাবি করতেন বাস্তবিকতা। তবে শোনা যায়, অনুরাগ নয়, তিনি আসলে মনে মনে শাহিদকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন। ধীরে ধীরে সেই ভালোবাসাই পাগলামির চেহারা নিয়েছিল।

Shahid Kapoor

শাহিদের ওপর নজর রাখার জন্য বাস্তবিকতা অভিনেতার বাড়ির সামনে একটি ফ্ল্যাট কিনেছিলেন। এরপর নিজেকে অভিনেতার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন তিনি। মাঝেমধ্যে তো আবার শাহিদের বাড়িতেও উপস্থিত হয়ে যেতেন তিনি। কেউ কেউ বলেন, বারবার তাঁর ছবি ফ্লপ হওয়ার কারণে বাস্তবিকতা এমন হয়ে গিয়েছিলেন।

Vastavikta Pandit

বাস্তবিকতা শাহিদকে বারবার জ্বালাতন করলেও, অভিনেতা প্রথমে সেই বিষয়ে খুব একটা নজর দেননি। কিন্তু এরপর যখন নায়িকার জ্বালাতন করার পরিমাণ বেড়ে যায়, তখন বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেতা। শোনা যায়, এরপর থেকে আর শাহিদকে জ্বালাননি রাজকুমারের মেয়ে।