• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্থ সঙ্কটে ভুগছে ‘কবির’ অভিনেতা শাহিদ কাপুরের পরিবার, হাসপাতালেই কাটছে দিন

Published on:

Shahid Kapoor

বলিউডের অভিনেতা শহীদ কাপুর (Shahid Kapoor)। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘কবির সিং (Kabir Singh)’ ছবিতে। এরপর ‘জার্সি’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে, তবে ২০২১ শে রিলিজ হবার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে রিলিজের দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। ছবির সমস্ত শুটিংয়ে ও কাজ শেষ হয়ে গিয়েছে শুধু পরিস্থিতি ঠিক হবার অপেক্ষা। তবে বর্তমানে যেমনটা জানতে পারা যাচ্ছে, অভিনেতার পরিবারে চরম অর্থ সংকট দেখা দিয়েছে।

শহীদ কাপুরের মা নীলিমা আজিমের দ্বিতীয় স্বামী হলেন রাজেশ খট্টর (Rajesh Khattar)। তাদের একটি ছেলেও রয়েছে নাম ঈশান খট্টর। বাবা রাজেশ খট্টর ও ছেলে ঈশান দুজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন ইতিমধ্যেই। বিপুল টাকা খরচ করা হয়েছে রাজেশ খট্টরের পিছনে। তবে ছেলে ঈশান খট্টর বর্তমানে করোনা মুক্ত।

Shahid Kapoor

রাজেশ খট্টর শাহিদের মা নীলিমাকে বিয়ে করলেও পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর অভিনেত্রী বন্দনা সাজনানিকে বিয়ে করেছিলেন তিনি। আর এবার তার চিকিৎসার কারণে ব্যাপক খরচের পর রীতিমত অর্থ সংকটে পরে গিয়েছেন অভিনেত্রী বন্দনা। করোনার প্রথম ঠেউয়েই শশুর ও স্বামী রাজেশের পিছনে অনেক টাকা খরচ হয়েছিল। এরপরেও শেষ অবধি বাঁচানো যায়নি শশুরমশাইকে। হাসপাতাল থেকে সোজা শ্মশানে যেতে হয়েছিল রাজেশ খট্টরকে শেষকৃত্যের জন্য।

Shahid Kapoor Rajesh Khattar

এরপর থেকেই তীব্র হয়েছে অর্থ সংকট। এদিকে টাকা রোজগারের কোনো পথ খোলা নেই। লকডাউনের কারণে শুটিং বন্ধ। শেষ কাজ করেছিলেন একটি বিজ্ঞাপনে তাও ২০২০ সালে। সঞ্চয়ের টাকাও শেষ। অভিনেত্রীর কথা মত বর্তমানে রীতিমত হাসপাতালেই দিন কাটছে তাদের পরিবারের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥