• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউয়ের কথায় ওঠে বসেন শাহিদ কাপুর! স্ত্রীর মর্জি মতোই করবেন অভিনয়

Published on:

Shahid Kapoor Mira rajput

‘কবীর সিং’ (Kabir Singh) খ্যাত শাহিদ কাপুর (Shahid Kapoor)-এর লম্বা ছুটি যে শেষের পথে, তার ইঙ্গিত মিলেছিল অভিনেতা-ঘনিষ্ঠদের থেকেই। যদিও করোনাকালে স্ত্রী মীরা রাজপুতের (Mira Rajput) সঙ্গে যে বেশ ভালোভাবেই সময় কাটিয়েছেন শাহিদ, তার প্রমাণ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। খুনসুটি থেকে প্রেম, সবকিছুরই নজির মেলে তাঁদের ইন্সটা-হ্যান্ডেলে। স্বাভাবিকভাবেই বলিপাড়ার এই মিষ্টি যুগলকে আনন্দে দেখে খুশিই হন নেটিজেনরা।

সম্প্রতি নিজের স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন শাহিদ। উত্তরে মীরাও একটি পোস্ট করেন সোশ্যাল মাধ্যমের দেওয়ালে। এই দুই পোস্টকে ঘিরেই বর্তমানে সরগরম নেট-দুনিয়া। জানা যাচ্ছে, কিছুদিন আগে নিজের ইন্সটা-স্টোরিতে শাহিদ লেখেন যে মীরা চাইছেন যাতে তাঁর স্বামী মজার ছবিতে বেশি অভিনয় করুক। শাহিদও খোলাখুলি লেখেন যাতে তাঁকে আরও বেশি করে মজার ছবিতে কাজ দেওয়া হয় এবং সেইসব সিনেমায় কাজ করে যে তিনি মুগ্ধ করে দিতে চান স্ত্রীকে, সেকথাও জানান অভিনেতা।

শাহিদ কাপুর Mira Rajput

সেলেব-স্বামী যে তাঁকে কতটা ভালোবাসেন, তার পরিচয় আবার পেয়ে অভিভূত মীরা। শাহিদের ইন্সটা-স্টোরি (Instagram) -এর স্ক্রিনশট (Screenshot) তুলে মীরা পোস্ট করেন নিজের টাইমলাইনে, সঙ্গে ক্যাপশনে যোগ করেন এক অদ্ভূত জিআইএফ (gif)! মীরা এও জানান যে শাহিদ যে এমনটা করে দেবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি।

২০১৫ সালের ৭ই জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ-মীরা। আর এরপর থেকেই ‘পারফেক্ট কাপল’-এর সংজ্ঞা বলতে নেটিজেনরা বোঝেন তাঁদেরই। আরেক সেলেব জুটি বিরাট-অনুষ্কা-র সঙ্গেই নাম নেওয়া হয় শাহিদ-মীরা-র। নেটসূত্রের মতে, প্রায়শই নিত্যনতুন পোস্টে শাহিদ-মীরার প্রেমকাহিনী চোখে পড়ে নেটিজেনদের, আর এইবারের ঘটনাতেও স্বভাবতই খুশি এই বলি-যুগল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥