বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি ‘মন্নত’ (Mannat) মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় একটি স্থান। কেউ মুম্বই ঘুরতে গিয়ে যদি শাহরুখ-গৌরীর (Gauri Khan) ‘মন্নত’ না দেখে আসেন তাহলে তাঁর সফর বৃথা বলে গণ্য করা হয়! তবে ‘মন্নত’এ প্রবেশের অধিকার সাধারণ মানুষের থাকে না, তাই স্বাভাবিকভাবেই তাঁরা বাইরে থেকে ঘুরে চলে আসেন। তবে এবার শাহরুখ পত্নী গৌরী নিজে সকলের সঙ্গে নিজের বাড়ির অন্দরমহলের একাধিক ছবি শেয়ার করলেন।
‘মন্নত’ দেখা বলতে এতদিন সবাই বাড়ির (House) বাইরেটুকুই দেখেছেন। অন্দরমহলের ছবি কোনও দিন প্রকাশ্যে আনেননি শাহরুখ এবং তাঁর পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি প্রকাশিত হয়েছে বাদশা ঘরণীর বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ (My Life In Design)। সেখানেই নিজেদের রাজকীয় প্রাসাদসম বাড়ির একাধিক ছবি শেয়ার করেছেন গৌরী নিজে।
অনেকেই জানেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী দেশের অন্যতম বড় ইন্টেরিয়র জিডাইনারও। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। তার নাম ‘গৌরী খান ডিজাইনস’। নীতা অম্বানি, মনীশ মলহোত্রা, সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর কাপুর, করণ জোহর, আলিয়া ভাট সহ একাধিক তারকার বাড়ি অথবা অফিসের ইন্টেরিয়র সাজিয়েছেন তিনি।
ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে গৌরীর কেরিয়ার শুরু হয়েছিল নিজেদের বাড়ি সাজানোর মাধ্যমে। শাহরুখ যখন দিল্লিতে বাড়ি কিনেছিলেন সেই সময় তাঁর ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে বাড়ি সাজানোর সামর্থ্য ছিল না। সেই জন্য বাড়ি সাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন গৌরী। এরপর ‘মন্নত’ সাজানোর সময়েও একই ঘটনা ঘটে এবং ‘মন্নত’ও গৌরীই নিজের হাতে সাজিয়ে তোলেন। এরপর ২০১৭ সালে নিজের ডিজাইন স্টুডিও খোলেন গৌরী।
শাহরুখ পত্নী জানান, ‘মন্নত’এর সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণকারী জিনিস হল তাঁদের বাড়ির বিশালাকার গেট। এছাড়াও তিনি জানান, তিনি তাঁদের বাড়িটিকে এমনভাবে সাজিয়েছেন যেখানে প্রত্যেক সদস্যের আলাদা ‘স্পেস’ রয়েছে। গৌরীর জানান, শাহরুখ যখন বাড়িতে থাকেন তখন বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটান। আবার সেখানে বসেই বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন আরিয়ান। বাড়ির প্রত্যেক সদস্যেরই এই স্থানটি প্রিয় বলে জানান বাদশা ঘরণী।
গৌরীর সংযোজন, তাঁদের বাড়ি সাজানো হয়েছে যে জিনিসগুলি দিয়ে, ছবি থেকে ঝাড়বাতি প্রত্যেকটির নিজস্ব একটি কাহিনী রয়েছে। কাজের জায়গায় সারাদিন কাটানোর পর বাড়ি ফিরে এখানেই স্বস্তি পান তাঁরা। একজন শিল্পী হিসেবে গৌরীর আশা, ভবিষ্যতে আরও উন্নতি করবেন তিনি।