• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫৬-তেও সেক্সি ৮ প্যাক বডি! শাহরুখ খানের ‘পাঠান’ এর ফার্স্ট লুক লজ্জায় ফেলবে বডি বিল্ডারদের

মেজাজটাই রাজা! তাই তার কাছ বয়স একটা সংখ্যা মাত্র। তিনি হলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। দীর্ঘ ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করছেন কিং খান। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই প্রকাশ্যে আনেন বহু প্রতীক্ষিত ‘পাঠান’ (Pathan) সিনেমার টিজার।

যা দেখার পর থেকেই গোটা বিশ্বজুড়ে উত্তেজনায় ফেটে পড়েছেন অগণিত শাহরুখ ভক্ত। আর সদ্য ‘পাঠান’ সিনেমায় নিজের লুকের প্রথম ছবি শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা।পাঠানের ফার্স্ট লুকের ছবিতে দেখা যাচ্ছে মাথায় লম্বা চুল টেনে পনি টেইল করে বাঁধা, এইট প্যাক আ্যাবস, চোখে কালো চশমা। খালি গায়ে ৫৬ বছর বয়সী কিংখানের এই ছবি ঘাম ঝড়াচ্ছে নেটিজেনদের।

   

শাহরুখ খান Shahrukh Khan
যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘শাহরুখ যদিও একটু থেমে থাকতে পারে পাঠানকে কীভাবে আটকাবেন… অ্যাপ আর অ্যাবস সবকিছুই বানাবো।’ কালো রঙা ট্র্যাক প্যান্ট পরা শাহরুখের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের গতিতে ভাইরাল হয়।

এই ছবির কমেন্ট সেকশনে ভরে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। অনেকে আবার তাঁর এই পাঠান লুকের সাথে মিল খুঁজে পেয়েছেন ডনের লুকের। শাহরুখের এই ৪ প্যাক অ্যাবসের ছবি সগর্বে নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন শাহরুখ কন্যা সুহানা খানও। উল্লেখ্য বর্তমানে স্পেনে ‘পাঠান’-এর শ্যুটিং করছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

Shah Rukh Khan,শাহরুখ খান,Pathaan,পাঠান,প্রথম লুক,First Look,৮ প্যাক অ্যাবস,8 Pack Abs,সোশ্যাল মিডিয়া,Social Media

জানা গেছে স্পেনে এই ছবির ১৭ দিনের শ্যুটিং শিডিউল রয়েছে। বর্তমানে সেখানেই ছবির শ্যুটিং সারছেন শাহরুখ-দীপিকা।প্রসঙ্গত গত বছরেই ‘পাঠান’ সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু ছবি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা থেকে বিরত ছিল প্রযোজনা সংস্থা। এরপরই যশ রাজ ফিল্মস-এর তরফে ছবির অনুষ্ঠানিক ঘোষণাও সারা হয়েছে।