• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্রা ছাড়াচ্ছে দর্শকেরা! বেফাঁস মন্তব্যে রিলিজের আগেই শাহরুখের ‘Pathan’ বয়কটের ডাক নেটপাড়ায়

গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যম খুললেই চোখে পড়ছিল ‘বয়কট বলিউড’ ট্রেন্ড। বলিউডের একাধিক ছবি নিয়ে তো মুক্তির আগেই বয়কটের (Boycott) ডাক দিয়েছিলেন দর্শকরা। সেই তালিকায় নাম রয়েছে ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’এর মতো ছবির। এবার সেই তালিকায় নাম উঠল শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান’ (Pathaan) ।

টুইটার খুললেই এখন ‘বয়কট পাঠান’ ট্রেন্ড চোখে পড়বে। দীর্ঘ ৪ বছর পর এই ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন শাহরুখ। কিন্তু তা সত্ত্বেও, সেই ছবির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নেটিজেনদের একাংশ। সৌজন্যে, শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও।

   

After Shahrukh Khan Kartik Aryan is to be called as Bollywood King says fans

সম্প্রতি নেটদুনিয়ায় ‘বাদশা’র একটি সাক্ষাৎকারের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দেশের বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করছেন অভিনেতা। আর ব্যাস, সেই ভিডিও দেখার পর থেকেই ‘পাঠান’ বয়কটের ডাক তুলেছেন নেটিজেনদের একাংশ।

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, শাহরুখকে প্রশ্ন করা হয়েছে, দেশে কি অসহিষ্ণুতা রয়েছে? জবাবে ‘কিং খান’ বলেন তাঁর মনে হয়, এই দেশে চরম অসহিষ্ণুতা রয়েছে এবং তা ক্রমেই বাড়ছে। ভিডিওটির সত্যতা যাচাই না করা হলেও, এটিকে হাতিয়ার করেই শাহরুখকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

একজন নেটাগরিক যেমন শাহরুখকে প্রশ্ন করেছেন, ভারত যদি এতটাই অসহিষ্ণুই হয়, তাহলে এখনও কেন এই দেশে বসবাস করছেন তিনি? আর একজন আবার লিখেছেন, ‘বলিউডের বাদশা, ভাইজান, পারফেকশনিস্টদের খেলা এবার শেষ। অনেক টাকা কামিয়ে নিয়েছেন। এখন এনাদের স্টারডম দিনদিন কমেই চলেছে’।

দীর্ঘ চার বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর বেশ কয়েকটি বিগ বাজেট ছবির মাধ্যমে ফের রুপোলি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। কিন্তু সেই ছবি নিয়েই এবার বয়কটের ডাক ওঠায় বেশ চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে তাঁরা চুপ করে বসে নেই। ‘ভারত পাঠানের অপেক্ষায় রয়েছে’ লিখে লাখ খানের টুইট করে ফেলেছেন তাঁরা। এবার দেখার শেষ পর্যন্ত ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলতে পারে কিনা।

site