• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের গর্ব শাহরুখ! রিলিজের ৩ দিনের মাথায় ৭৫টি রেকর্ড গড়ে দুর্দান্ত নজির স্পর্শ করল ‘পাঠান’

Published on:

Shah Rukh Khan’s Pathaan broke 75 records in third day of release

দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’এর (Pathaan) হাত ধরে নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। রিলিজের পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে এই সিনেমা। মাত্র ৩ দিনেই আয় করে ফেলেছে ৩০০ কোটি। সেই সঙ্গেই ভেঙেছে একাধিক রেকর্ডও। প্রত্যেকদিন একাধিক রেকর্ড ভাঙছে ‘পাঠান’, সেই সঙ্গেই স্পর্শ করছে অনন্য নজিরও। সব মিলিয়ে বক্স অফিসে এখন শুধু ‘পাঠান রাজ’ই চলছে।

মাত্র ৩ দিনে সারা বিশ্বে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। শুধুমাত্র ভারতে সেই অঙ্কটা পেরিয়ে ১৫০ কোটি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, রিলিজের সপ্তাহ শেষ হওয়ার আগেই ৪০০ কোটির গণ্ডি টপকে ফেলবে এই ছবি। আজকের প্রতিবেদনে ‘পাঠান’এর গুঁড়িয়ে দেওয়া কয়েকটি রেকর্ড এক ঝলকে দেখে নেওয়া যাক।

Pathaan, Pathaan records, Pathaan box office records, পাঠান, পাঠান বক্স অফিস রেকর্ড

গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখের সিনেমা। সপ্তাহান্ত না হলেও রিলিজের দিনই ৫৭ কোটি টাকা আয় করেছিল এই ছবি। দ্বিতীয় দিন আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৭১ কোটি টাকায়। সেই সঙ্গেই এইদিন একসঙ্গে একাধিক ভেঙে দেয় ‘পাঠান’। রিলিজের দ্বিতীয় দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা, একদিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা, ছুটির দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার পাশাপাশি একদিনে ৭০ কোটি টাকা আয়ের রেকর্ড স্পর্শ করেছে শাহরুখ-দীপিকার ছবি।

অবশ্য শুধুমাত্র এই ৪টি রেকর্ডই নয়, এছাড়াও পরপর ২দিন ৫০ কোটি টাকার ব্যবসা করা প্রথম ছবি, সবচেয়ে দ্রুত ১০০ কোটি টাকা আয় করা সিনেমা, দু’দিনে ১০০ কোটি আয় করা প্রথম সিনেমা-সহ আরও একাধিক রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। পূর্ব পাঞ্জাব বাদে দেশের প্রত্যেকটি রাজ্যে দারুণ ব্যবসা করেছে এই ছবি। একাধিক রাজ্যেও অনন্য নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা।

Pathaan, Pathaan box office records

পশ্চিমবঙ্গে একদিনে ৪ কোটি টাকা, অসবে একদিনে ১ কোটি টাকা, বিহারে একদিনে ২ কোটি টাকা, ওড়িশায় একদিনে ১ কোটি টাকা আয় করা প্রথম বলিউড ছবির তকমা আদায় করে নিয়েছে ‘পাঠান’। এছাড়াও কেরালা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যেও একাধিক রেকর্ড গড়েছে এই সিনেমা।

অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, বিদেশের প্রচুর রেকর্ড ভেঙেছে শাহরুখের ছবি। রিলিজের দিনই ১০০ কোটি আয় করা প্রথম বলিউড সিনেমার শিরোপা আদায় করে নিয়েছে ‘পাঠান’। উত্তর আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া-সহ একাধিক দেশের বক্স অফিসে রাজত্ব করছে ‘কিং খান’এর সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥