গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং নীতা অম্বানির মুম্বই ইন্ডিয়ান্স (MI)। হাইভোল্টেজ সেই ম্যাচে শাহরুখ নিজে উপস্থিত না থাকলেও ছোট ভাই আব্রামকে নিয়ে হাজির হয়েছিলেন সুহানা খান (Suhana Khan)। আর সেই ম্যাচেই মুম্বইয়ের তারকা ব্যাটার ঈশান কিষাণকে (Ishan Kishan) প্রকাশ্যে গালিগালাজ করে বিতর্কে জড়ান শাহরুখ-কন্যা।
গতকালের হাইভোল্টেজ ম্যাচে কলকাতার বেঙ্কটেশ আইয়ার শতরান করেন। দলের টোটাল স্কোরের অর্ধেকের বেশি রান এসেছিল তাঁর ব্যাট থেকেই। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। রোহিত শর্মা, ঈশান কিষাণদের দমদার ব্যাটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বই। গতকাল গোটা ওয়াংখেড়ে জুড়ে ছড়িয়ে পড়েছিল ঈশান, সূর্যকুমার যাদবের তেজ।
কেকেআর বোলারদের একের পর এক ছক্কা হাকিয়ে ২১ বলে নিজের অর্ধ শতরান সম্পূর্ণ করেন ঈশান। ৫০ হওয়ার কিছুক্ষণ পরেই অবশ্য ঘটে অঘটন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড আউট হয়ে যান মুম্বইয়ের তারকা ব্যাটার। আর তখনই উচ্ছ্বসিত হয়ে বিপক্ষ ব্যাটারকে গালাগাল দিয়ে বসেন শাহরুখ-কন্যা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, ম্যাচ দেখতে দেখতে পপকর্ণ খাচ্ছিলেন সুহানা। সেই সময়ই বরুণের স্পিনের ফাঁদে পা দিয়ে আউট হন ঈশান। সুহানার পাশে তখন বসে ছোট ভাই আব্রাম। কিন্তু তা সত্ত্বেও নিজের আবেগ সামলাতে না পেরে গালাগাল দিয়ে বসেন সুহানা।
অন্তত ভাইরাল ভিডিও তাঁর ঠোঁট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। সম্পূর্ণ ঘটনায় তৈরি হয়েছে বিতর্কও। কেউ সুহানার পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার শাহরুখ-কন্যাকে একহাত নিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, বাবার দলের খেলা চলছিল। সেই সময় উন্মাদনার বশে সুহানা যদি এমন কিছু বলেও থাকেন তাহলে তা দোষের নয়। এমন পরিস্থিতিতে এসব দোষ এড়িয়ে যাওয়াই ভালো। তবে কেউ কেউ আবার একহাতও নিয়েছেন শাহরুখ-কন্যাকে।
Did Suhana just say F##k Off to Ishan Kishan in todays match
by u/quizzardofozz in BollyBlindsNGossip
প্রসঙ্গত উল্লেখ্য, বাবার দেখানো পথে হেঁটে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন তিনি। সুহানা অবশ্য একা নন, এই ছবির হাত ধরে বলিউডে পথচলা শুরু হবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরেরও।