• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মক্কায় উমরাহর পর মা বৈষ্ণোদেবীর দর্শন, Pathaan রিলিজের আগে ভক্তিভরে পুজো শাহরুখের, রইল ভিডিও

Published on:

Shah Rukh Khan visits Mata Vaishno Devi Mandir before Pathaan release

বলিউডের (Bollywood) জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা রিলিজ করছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। রিলিজের আগেই অনেক সময় উঠছে বয়কটের ডাক। এসবের মাঝেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘পাঠান’ (Pathaan)। দীর্ঘ ৪ বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর এই ছবির হাত ধরেই নায়ক হিসেবে কামব্যাক করছেন তিনি।

শাহরুখ ছবির টিজার এবং একটি গান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। দর্শকদের তরফ থেকে সেগুলি দেখে ভালোই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে কেআরকের মতো কেউ কেউ এও দাবি করছেন যে ‘কিং খান’এর কামব্যাকের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে। শেষ পর্যন্ত বক্স অফিসে কী হবে তা জানতে হলে রিলিজ অবধি অপেক্ষা করতে হলেও, শাহরুখ কিন্তু ছবির জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন।

Pathaan movie

‘পাঠান’ রিলিজের আগেই মক্কায় উমরাহ করেছে বলিউড সুপারস্টার। এবার আবার মাতা বৈষ্ণোদেবীর (Vaishno Devi Mandir) দর্শনে গিয়েছিলেন তিনি। মায়ের মন্দিরে গিয়ে ভক্তিভরে পুজো দেন তিনি। নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও।

জানা গিয়েছে, বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে শাহরুখ মায়ের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি নিজের আগামী ছবি ‘পাঠান’এর সাফল্যের জন্যেও প্রার্থনা করেছেন। হাত জোর করে মা বৈষ্ণোদেবীর সামনে মাথা করে আশীর্বাদ নিয়েছেন তিনি।

Shah Rukh Khan at Mata Vaishno Devi Mandir

নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে মন্দিরে প্রবেশ করছেন শাহরুখ। বলিউড ‘বাদশা’র একটি ফ্যান পেজের তরফ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। নেটিজেনরা একের পর এক কমেন্ট করছেন সেখানে। কেউ হৃদয়ের ইমোজি দিয়েছেন, কেউ আবার লিখেছেন, ‘সত্যিকারের সেক্যুলার ব্যক্তি’।

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর নায়ক হিসেবে বড়পর্দা থেকে দূরে রয়েছেন শাহরুখ। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল অভিনেতার শেষ ছবি ‘জিরো’। বক্স অফিসে খুব বেশি ছাপ ফেলতে পারেনি সেই সিনেমা। এবার আগামী বছর পরপর ৩টি সিনেমা নিয়ে আসছেন ‘কিং খান’। জানুয়ারি মাসে ‘পাঠান’এর পর জুনে ‘জওয়ান’ এবং আগামী বছরের শেষে ‘ডানকি’ নিয়ে কামব্যাক করছেন বলিউড সুপারস্টার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥