বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) নাম শুনলেই ‘সুন্দর’, ‘ভদ্র’, ‘সুশীল’র মতো শব্দই প্রথমে মাথায় আসে। পর্দার মতো বাস্তবেও একজনকেই ভালোবেসেছেন ‘কিং খান’। বলিউডের অন্দরে যেখানে সম্পর্কে ভাঙা-গড়া লেগেই থাকে, সেখানে তিনি শক্ত করে ধরে রেখেছেন স্ত্রী গৌরীর হাত। স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখের সংসার ‘বাদশা’র। তবে এবার সেই অভিনেতাই মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) নিয়ে একটি ‘নোংরা মন্তব্য’ করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন।
শাহরুখ এমন একজন ব্যক্তিত্ব যিনি সপাট জবাব দেওয়ায় বিশ্বাসী। বহুবার নিজের বুদ্ধিদীপ্ত জবাবের মাধ্যমে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। তবে এবার নিজের রসিক স্বভাবের জন্যই বিপদে পড়লেন কিং খান। মল্লিকাকে নিয়ে শাহরুখের করা মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনদের একটি বৃহৎ অংশ।
ঘটনাটি যদিও এখনকার নয়, বেশ কয়েক বছর পুরনো। করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ (Koffee With Karan) অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কিং খান। সঙ্গে ছিলেন তাঁর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির দুই নায়িকা, রানী মুখার্জি এবং কাজল। সেই পর্বেই করণ শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের ওপর কখনও ক্রাশ তৈরি হয়, তাহলে তুমি ওঁকে কী বলবে?’
বেশি সময় নষ্ট না করে শাহরুখ বলেন, ‘মল্লিকা শেরাওয়াতের ওপর যদি আরিয়ানের ক্রাশ তৈরি হয়, তাহলে সে মল্লিকার সঙ্গে খেলতে পারবে। আমিও মল্লিকার সঙ্গে খেলতে পারবো’। অভিনেতার জবাব শোনামাত্রই হাসিতে ফেটে পড়েন রানী এবং কাজল। তা দেখে শাহরুখ বলেন, ‘তোমাদের মন নোংরা’।
শাহরুখের এই পুরনো ভিডিও সম্প্রতি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গেই উঠেছে বিতর্কের ঝড়ও। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘এটা কি সত্যিই মজার বিষয় ছিল? এই মন্তব্য অবমাননাকর। আপনি যদি ওনাকে সমর্থন করেন তাহলে বলতে হবে সমস্যা আছে’। কেউ কেউ আবার ‘চটুল প্রশ্ন’ করার জন্য দোষারোপ করেছেন প্রশ্নকর্তা করণকে।
তবে সবাই যে শাহরুখের এই মন্তব্যে চটে গিয়েছেন তা কিন্তু নয়। অনেকে তাঁর পাশেও দাঁড়িয়েছেন। ‘কিং খান’ অনুরাগীরা স্মরণ করিয়ে দিয়েছেন, শাহরুখ যখন ‘কফি উইথ করণ’এ গিয়েছিলেন তখন আরিয়ান অনেকটাই ছোট ছিল। তাই তিনি কোনও ‘নোংরা মানসিকতা’ থেকে মল্লিকা প্রসঙ্গে এমন মন্তব্য করেননি।