খবরবিনোদনসিনেমা

জওয়ান তো শুরু, আসন্ন ৬ ছবি দিয়ে ওয়ার্ল্ড বক্স অফিসে ইতিহাস তৈরী করতে প্রস্তুত শাহরুখ খান

পাত্তাও পাবে না সাউথ! জওয়ানের পর ব্যাক টু ব্যাক ৬ ছবি আনছেন শাহরুখ খান

Shah Rukh Khan Upcoming Movies : বলিউডের মরা গাঙে জোয়ার এনে একের পর এক ধামাকা করে চলেছেন শাহরুখ খান। অবশ্য এই কারণেই তিনি কিং তথা বক্স অফিসের বাদশাহ। মুক্তির আগে থেকেই রেকর্ড গড়তে শুরু করেছে জওয়ান। দক্ষিণী পরিচালক অ্যাটলী কুমার পরিচালিত ছবি রিলিজের একসপ্তাহ পরেও ক্রেজ চোখে পড়ার মত।

যেখানে কিছুদিন আগেই মাছি মারতে হচ্ছিল সিনেমাহল মালিকদের, সেখানে এখন ভোর থেকে রাত চলছে একেরপর এক শো, তাও আবার হাউসফুল। তবে এখানেই শেষ নয়, দর্শকদের জন্য পুরো প্যাকেজ রেডি। ব্যাক টু ব্যাক ৬টি সিনেমা আসতে চলেছে, আজ আপনাদের জন্য রইল সেই ছবির তালিকা।

Shahrukh Khan Dunki

ডানকি (Donki) : এবছরেই রিলিজ হতে চলেছে শাহরুখ খান অভিনীত ডানকি। রাজকুমার ইরানি পরিচালিত এই ছবির জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিতে শাহরুখ ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল থেকে শুরু করে বোমান ইরানির মত বিখ্যাত তারকাদের দেখা যাবে।

টাইগার ৩ (Tiger 3) : মার্ভেলের মত বলিউডেও স্পাই ইউনিভার্স তৈরী করছে যশ রাজ ফিল্মস। এই স্পাই ইউনিভার্সের আগামী ছবি টাইগার ৩। যদিও ছবির মূল নায়ক সালমান খান তবে ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। তাই এই ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে।

Shah Rukh Khan Upmoning Movie list ready to break box office records

হে রাম (Hey Ram) : কথায় আছে ওল্ড ইস গোল্ড। আজ থেকে ২২ বছর আগে রিলিজ করা ছবি রীতিমত হইচই ফেলে দিয়েছিল দর্শকমহলে। রানী মুখার্জী অভিনীত এই ছবির রিমেক হতে চলেছে হে রাম। এই ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে।

টাইগার vs পাঠান (Tiger Vs Pathaan) : চার বছর পর পাঠান ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ছবিতে শাহরুখের সাথে দেখা মিলেছিল সালমান খানের। সেখানেই ইঙ্গিত মিলেছিল টাইগার বনাম পাঠান ছবি আসতে চলেছে। এই ছবির জন্যও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন শাহরুখ ভক্তরা।

Shah Rukh Khan Upmoning Movie list ready to break box office records

স্যালুট (Salute) : এবছরই চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়ে ইতিহাস তৈরী করেছে ভারত। এই সাফল্যের মাঝেই জানা গিয়েছে ভারতের প্রখ্যাত মহাকাশচারী রাকেশ শর্মার জীবন নিয়ে বায়োপিক তৈরী হবে। এই বায়োপিকেই হিরো হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে।

ইজহার (Izhaar) : সঞ্জয় লীলা বানসালীর সাথে নতুন ছবির কন্ট্রাক্ট সই করে ফেলেছেন শাহরুখ খান। এর আগে পরিচালকের পদ্মাবত, গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি এর মত ছবি সুপারহিট হয়েছে। তাই এই আসন্ন ইজহার যে ব্লক বস্তার হতে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই।

Back to top button