• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিষ্টি দেখতে এই খুদেরাই আজ কাঁপাচ্ছে বলিউড! ছবি দেখে বলুন তো চিনতে পারেন কি না?

Published on:

Shah Rukh Khan to Salman Khan, 7 Bollywood actors childhood pictures

বলিউড তারকাদের (Bollywood Actor) ছেলেবেলা নিয়ে অনুরাগীদের কৌতুহল কম নেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানান বলিউড তারকার ছোটবেলার ছবি (Childhood Picture) ভাইরাল হতে দেখা যায়। তা দেখে নানান রকম মতপ্রকাশ করেন নেটিজেনরা। কেউ এক ঝলক দেখেই নিজের প্রিয় তারকাকে চিনে ফেলেন, কেউ আবার শত চেষ্টাতেও পারেন না। আজকের প্রতিবেদনে বি টাউনের ৭ জনপ্রিয় সুপারস্টারের ছেলেবেলার ছবি তুলে ধরা হল, দেখুন তো চিনতে পারেন কিনা।

মিষ্টি দেখতে এই খুদের প্রেমে আজ পাগল একাধিক বলিউড অভিনেত্রী

ছবির এই পুঁচকেই আজ বলিউডের নামী সুপারস্টার। আজ তাঁর বিয়ে হয়ে গিয়েছে, এক সন্তানের বাবা তিনি, তবুও তাঁর প্রেমে পাগল বহু মেয়ে। বলুন তো এটা কোন অভিনেতার ছেলেবেলার ছবি? যদি না চিনতে পেরে থাকেন, তাহলে বলে রাখি এটা হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)

Ranbir Kapoor childhood picture

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর, বলুন তো এটা কার ছবি?

ছবির এই খুদে আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর। বহু অভিনেত্রীর সঙ্গে প্রেম করলেও, কোনও সম্পর্কই ছাদনাতলা অবধি গড়ায়নি। ঠিকই ধরেছেন, এটা আর কারোর নয়, ‘ভাইজান’ সলমন খানের (Salman Khan) ছবি।

Salman Khan childhood picture

পুঁচকে এই শিশুই আজ কাঁপাচ্ছেন বলিউড

চোখে-মুখে দুষ্টুমি মাখানো এই খুদেই যে একদিন বলিউডের নামী সুপারস্টার হবে কেউ ভেবেছিল? তবে নিজের প্রতিভার মাধ্যমে আজ ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি। এই ছবিটি হল বলিউডের নতুন ‘ডন’ রণবীর সিংয়ের (Ranveer Singh)

Ranveer Singh childhood picture

মিষ্টি দেখতে এই খুদেই আজ হ্যান্ডসাম হাঙ্ক, বলুন তো ইনি কে?

ছবির এই খুদেই আজ বলিউডের হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে একজন। চলতি বছরই নিজের ‘স্বপ্নো কি রানী’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। চিনতে পারলেন ইনি কে? যদি না চিনতে পেরে থাকেন, তাহলে বলে রাখি, ইনি হলেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)।

Sidharth Malhotra childhood picture

চোখেমুখে দুষ্টুমি মাখানো এই অভিনেতার নাম বলুন তো দেখি

চোখেমুখেই লেগে রয়েছে দুষ্টুমি, বড় হয়েও অবশ্য খুব একটা কিছু পরিবর্তন হয়নি। এখনও অভিনেতার মুখে দুষ্টুমির ছাপ লেগে থাকে। এটা আর কেউ নন, বি টাউনের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)।

Varun Dhawan childhood picture

ছবির এই খুদেই আজ বলিউডের ‘বাদশা’

ছবির এই পুঁচকেই যে একদিন বলিউডের ‘বাদশা’ হবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। কিন্তু নিজের প্রতিভার জোরে সেই স্থান অর্জন করেছেন তিনি। ঠিকই ধরেছেন, এটা ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলেবেলার ছবি।

Shah Rukh Khan childhood picture

শুধু মেয়ে নয়, বহু ছেলের ‘ড্রিম গার্ল’ তিনি, চিনতে পারলেন এই অভিনেতাকে?

ছেলে হোক বা মেয়ে, সব রোলেই তুখোড় অভিনয় তাঁর। ‘ড্রিম গার্ল’ পূজা রূপে বহু পুরুষের হৃদয় হরণ করেছেন তিনি। আশা করি এবার ঠিক চিনে গিয়েছেন?

Ayushmann Khurrana childhood picture

ঠিক ধরেছেন, এই ছবিটা আর কারোর নয়, বরং বি টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana)।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥