• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাদশাহ’ ছিল আছে থাকবে! বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে রিলিজের আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’

আর মাত্র হাতে গোনা ৯ দিনের অপেক্ষা। এরপরই দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আপাতত ‘পাঠান’ (Pathaan) দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ‘বয়কট পাঠান’ ট্রেন্ড ফেল করে রিলিজের আগেই কয়েক কোটি ঘরে তুলে ফেলেছে শাহরুখের ছবি।

মুক্তির ৯ দিন আগে দর্শকদের মধ্যে ‘পাঠান’এর ক্রেজ দেখার মতো। শুধুমাত্র ভারতের দর্শকরাই নন, ‘পাঠান’ দেখার জন্য তর সইতে পারছেন না বিদেশের সিনে প্রেমী মানুষরাও। ইতিমধ্যেই শাহরুখ-দীপিকার ছবি অগ্রিম বুকিং (Pathaan advance booking) থেকে যে পরিমাণ অর্থ ঘরে তুলেছে তা চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া ছবির তালিকায় নাম থাকবে ‘পাঠান’এর।

   

Jhoome Jo Pathaan

রবিবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে ‘পাঠান’এর অগ্রিম বুকিং (Pathaan overseas advance booking) শুরু হয়েছে। আর দর্শকরা রীতিমতো হামলে পড়েছেন শাহরুখের ছবির টিকিট কাটার জন্য। সংযুক্ত আরব আমিরশাহি, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই মোটা টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যা দেখে বিশেষজ্ঞদের অনুমান, বিদেশের বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙতে চলেছে শাহরুখের ছবি।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহিতে ইতিমধ্যেই ৬৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫২,৮৩,৫৫৭ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে যথাক্রমে ২,৮৪,৪৯,৯২৫ টাকা, ৪২,৫৫,৯০৫ টাকা এবং ১,৩২,২১,২৮৯ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Pathaan trailer

একদিকে ভারতের বিভিন্ন রাজ্যে যখন ‘বেশরম রঙ’ বিতর্কের কারণে ‘পাঠান’ বয়কটের ডাকে সরব হয়েছে দর্শকদের একাংশ, তখন অপরদিকে বিদেশের বক্স অফিসে ছবির বাম্পার অগ্রিম বুকিং দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন নির্মাতারা। সেই সঙ্গেই আশা করবেন, রিলিজের দিন যত এগোবে ততই বাড়বে টিকিটের বুকিংও। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘পাঠান’।

প্রসঙ্গত, ‘পাঠান’এর গান ‘বেশরম রঙ’ প্রকাশ্যে আসার পর থেকেই দেশের মধ্যে যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়। এই গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরিহিত অবস্থায় নাচতে দেখে দর্শকদের একাংশ হিন্দু ধর্মের অপমানের অভিযোগ তোলেন। তবে ‘পাঠান’এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে সেই ক্ষোভ খানিক কমেছে। নির্মাতারা আশা করবেন, বিদেশের মতোই দেশের বক্স অফিসেও বাম্পার ওপেনিং পাবে ‘পাঠান’।