দেখতে দেখতে প্রায় দু’সপ্তাহ হতে চলল রিলিজ করেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘পাঠান’ (Pathaan)। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে এই ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন ‘কিং খান’। স্বাভাবিকভাবেই রিলিজের দিন থেকে প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। দ্বাদশ দিনেও বহাল সেই ক্রেজ। যত সময় যাচ্ছে দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনাও ততই বৃদ্ধি পাচ্ছে।
রিলিজের আগে প্রবল বিতর্ক হলেও মাত্র ৫ দিনের মধ্যে বক্স অফিসে ৫০০ কোটির (Pathaan box office collection) ব্যবসা করেছিল শাহরুখ-দীপিকার ‘পাঠান’। প্রায় দু’সপ্তাহ পরেও ‘পাঠান’এর বিজয়রথ ছুটেই চলেছে। মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৮০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। যদি শুধুমাত্র ভারতের নিরিখে বলা হয় তাহলেও সেই অঙ্কটা বেশ চমকপ্রদ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা রিলিজের দিনই ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর সময়ের সঙ্গেই বাড়তে থাকে ছবির বক্স অফিস কালেকশন। প্রথম সপ্তাহান্তে প্রায় ১১০ কোটির ব্যবসা করেছিল ‘পাঠান’। দ্বিতীয় সপ্তাহান্তে সেই অঙ্কটা বেশ খানিকটা কমলেও নেহাত খারাপ নয়।
গত সপ্তাহের শনি এবং রবিবারেও ‘পাঠান’ দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। এই দুই দিনে যথাক্রমে ২২.৫০ এবং ২৭.৫০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। পাশাপাশি দক্ষিণেও বহাল ‘পাঠান’এর ক্রেজ। সব মিলিয়ে দ্বাদশ দিনের পর শুধুমাত্র ভারতে প্রায় ৪৩০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি।
বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘পাঠান’এর দ্বাদশ দিনের বক্স অফিস কালেকশনের বিষয়ে টুইট করে লিখেছেন, ‘পাঠান ৪০০ নট আউট। ‘পাঠান’কে থামানো যাচ্ছে না’। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুধুমাত্র ভারতে শাহরুখের ছবির হিন্দি ভার্সন এখনও পর্যন্ত প্রায় ৪১৫ কোটি টাকা আয় করেছে। হিন্দির সঙ্গে তামিল-তেলেগু ভার্সনের বক্স অফিস কালেকশন যোগ করলে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় প্রায় ৪৩০ কোটিতে।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলার যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’এর অন্তর্গত। ‘ওয়ার’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পর ‘পাঠান’ এই ইউনিভার্সের তৃতীয় সংযোজন। ব্লকবাস্টার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন, খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে জন আব্রাহামকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকে।