চলতি বছরটা বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) নামেই লেখা থাকবে। বছরের শুরুতেই রিলিজ করেছে ‘কিং খান’এর ‘পাঠান’ (Pathaan)। সারা বিশ্বে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে সেই সিনেমা। রিলিজের ৫০ দিন পরেও দর্শকমহলে ছবিটি ঘিরে ক্রেজ দেখার মতো। ‘পাঠান’এর রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল ‘জওয়ান’এর (Jawan) রিলিজ ডেট।
চলতি বছর যে শাহরুখের তিনটি সিনেমা মুক্তি পাবে তা সকলে আগে থেকেই জানেন। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’এর পর অ্যাটলি কুমারের ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’তে দেখা যাবে বলিউড সুপারস্টারকে। প্রথম জানা গিয়েছিল, আগামী জুন মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করবে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’। তবে এবার জানা গেল, সেই রিলিজ ডেট (Jawan release date) খানিকটা পিছিয়ে গিয়েছে।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর শাহরুখ যখন ‘পাঠান’ নিয়ে কামব্যাক করেন তখন অনেকের মনেই ছবির সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একদিকে দক্ষিণী ছবির রমরমা, আরেক দিকে বয়কট ট্রেন্ড- সব মিলিয়ে ‘পাঠান’ আদৌ বক্স অফিসে ছাপ ফেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। কিন্তু রিলিজের পরই বদলে যায় সম্পূর্ণ দৃশ্য। ভারতে তো বটেই, বিদেশের বক্স অফিসেও চলেছে ‘পাঠান রাজ’।
তবে সেই ছবি এখন অতীত। প্রত্যেক শাহরুখ অনুরাগী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘জওয়ান’এর জন্য। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি। কিন্তু সম্প্রতি একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিছিয়ে গিয়েছে ছবির রিলিজ ডেট। জুন নয়, বরং আগামী অক্টোবর মাসে রিলিজ করবে শাহরুখের সিনেমা।
এখনও অবধি ‘জওয়ান’এর নির্মাতাদের তরফ থেকে অবশ্য এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তবে জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ‘জওয়ান’এর রিলিজ ডেট পিছনোর খবরে শিলমোহর দিয়েছেন। সম্প্রতি এই বিষয়ে টুইট করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাটলি কুমারের ‘জওয়ান’এ শাহরুখের বিপরীতে সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে দেখা যাবে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন আর এক দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। শোনা গিয়েছে, ‘কিং খান’এর এই বহুপ্রতীক্ষিত সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে দুই সাইথ সুপারস্টার রাম চরণ এবং থালাপতি বিজয়কে।