• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫৬ বছরের শাহরুখের কাছে ফেল বরুণ-টাইগাররা! ‘না যা’ গানে বাদশার নাচে মজল নেটিজেনরা, রইল ভিডিও

Published on:

Shah Rukh Khan shows his amazing dance moves on the song ‘Na Ja’

বলিউডে (Bollywood) এমন বহু অভিনেতা রয়েছেন যারা দুর্দান্ত ডান্সার। সেই তালিকায় নাম রয়েছে ঋত্বিক রোশন থেকে শুরু করে হালফিলের বরুণ ধাওয়ানের মতো অভিনেতার। তবে দর্শকদের এখনও যদি সেরা ডান্সার বেছে নিতে বলা হয়, তাহলে অবশ্যই অনেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) নামই নেবেন।

বলিউডের (Bollywood) ‘বাদশা’ তিনি। গত তিন দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন শাহরুখ। তাঁর অভিনয় থেকে শুরু করে ডান্স- সবই দর্শকদের বিশেষ পছন্দের। আর এখন ৫৬ বছর বয়সে এসেও তিনি যেভাবে নাচ (Dance) করেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Shahrukh Khan

সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখের নাচের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাভ দরিয়ার বিখ্যাত গান ‘না যা’ গানে (Na Ja song) কোমর দোলাচ্ছেন বলি বাদশা। শাহরুখের একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটিদুনিয়ায়।

‘কিং খান’এর নাচের সেই ভিডিও দেখে একজন নেটাগরিক কমেন্ট করেছেন, ‘কী সুন্দর কিউটভাবে নাচছেন উনি। কিন্তু তা সত্ত্বেও, ওনার ডান্স মুভস একেবারে নিখুঁত। ওনাকে এত খুশি, স্বাচ্ছন্দ্যে এবং ওনার মতো করে দেখতে পেরে দারুণ লাগছে। এই ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ’।

আর একজন নেটাগরিক আবার শাহরুখের ভূয়সী তারিফ করে লিখেছেন, ‘খুব চাপের সময়ও আলোয় ভরে দেন। এটাই হল রাজার ক্ষমতা’। আরও অনেক নেটাগরিক এমন বহু কমেন্ট করে শাহরুখকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বলিউডের এই নামী অভিনেতার কাজের দিক থেকে বলা হলে, অভিনেতা দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন। তাঁর হাতে রয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’- এই তিন ছবি। সম্প্রতি ‘কিং খান’ লন্ডন থেকে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবির শ্যুটিং সেরে ফিরেছেন। এই ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে বলিপাড়ার প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নুকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥