বলিউডের (Bollywood) নামী সুপারস্টারদের মধ্যে অবশ্যই একজন হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গত তিন দশক ধরে বড় পর্দায় এবং দর্শকদের মনে রাজত্ব করছেন তিনি। তবে শুধুমাত্র পর্দার নয়, বাস্তব জীবনেরও নায়ক ‘কিং খান’। সম্প্রতি আরও একবার সেকথা প্রমাণিত হয়ে গেল।
শাহরুখ নিজের একাধিক সাক্ষাৎকারে বারবার শিক্ষার (Education) গুরুত্বের কথা বলে এসেছেন। ভালো মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ তা ‘কিং খান’ বারবার বলেছেন। এবার তিনি সুনিশ্চিত করলেন, কোনও মেধাবী পড়ুয়ার শুধুমাত্র অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়।
সম্প্রতি মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ (La Trobe University) একটি নতুন স্কলারশিপের কথা ঘোষণা করেছে। সেই স্কলারশিপের নাম হল, ‘শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ’।
২০২০ সালে এক ভারতীয় পড়ুয়া এই স্কলারশিপ পেয়েছিলেন। তাঁর নাম ছিল, গোপিকা কোত্তোনথারাইল। সেই স্কলারশিপ পাওয়ার পর অবশেষে ২০২২ সালে পিএইচডি’র জন্য অস্ট্রেলিয়া পাড়ি দেন তিনি। গোপিকা সারা বিশ্বে কীভাবে মৌমাছি জনসংখ্যা রক্ষা করা যায়, সেই বিষয়ে নতুন কৌশল আবিষ্কারের গবেষণা করছেন।
গোপিকা প্রসঙ্গে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জন ব্রাম্বি বলেন, ‘লা ট্রোবের বিশ্ব মানের এগরিকালচারাল সায়েন্সের গবেষণা ক্ষেত্রে গোপিকার খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে’। ভারতীয় পড়ুয়ার পাশাপাশি ‘কিং খান’এর প্রশংসাতেও পঞ্চমুখ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। শাহরুখ যেভাবে দেশের পড়ুয়াদের বিদেশে গিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন তিনি।
তবে এবার গোপিকা অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার পর ফের এক ভারতীয় পড়ুয়াকে ‘শাহরুখ খান স্কলারশিপ’ দেওয়ার জন্য প্রস্তুত অভিনেতা। তবে এবারও এক ভারতীয় ছাত্রীই এই সুযোগ পাবেন। এমন এক ভারতীয় মহিলা, যিনি বিদেশে গবেষণার কাজের জন্য যেতে চান, তাঁকে সাহায্য করবেন খোদ বলিউড সুপারস্টার। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তেমনই একজন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন শাহরুখ। ভারতীয় সুপারস্টারের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ।