• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডকে বাঁচাতে শেষ ভরসা! শাহরুখ-রণবীরের এই দুই ছবিই তুলবে ১০০০ কোটি, দাবি বিশেষজ্ঞদের

Published on:

Shah Rukh Khan Ranveer Singh’s ‘Pathaan’ and ‘Cirkus’ is expected to revive Bollywood

সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সাউথের প্রায় প্রত্যেক ছবি রমরমিয়ে চললেও চরম ব্যর্থ হচ্ছেন আমির-অক্ষয়রা। হাতেগোনা কয়েকটি হিন্দি ছবি বাদে লাভের মুখ দেখতে পারেনি বাকি কোনও সিনেমা। তবে ইন্ডাস্ট্রির সুদিন খুব শীঘ্রই ফিরবে। আর সেই সুদিন ফেরাবেন দুই সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রণবীর সিং (Ranbir Khan)।

এমনটা আমরা নয়, বলছেন চলচ্চিত্র বিশেষজ্ঞেরা। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় একথা বলেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট করণ তৌরানি। তিনি বলেন, রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘সার্কাস’ (Cirkus) এবং শাহরুখ খানের ‘পাঠান’ই (Pathaan) বলিউডের মরা গাঙে জোয়ার আনার শেষ ভরসা। শুধু তাই নয়, বক্স অফিসের সাম্প্রতিক ট্রেন্ড দেখে তিনি এও বলেছেন যে, শাহরুখ-রণবীরের ছবির হিট হওয়ার সম্পূর্ণ মশলা রয়েছে।

Pathaan Cirkus

রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ পরিচালনা করেছেন বলিউডের ‘হিট মেশিন’ রোহিত শেট্টি। এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে। নায়িকার চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজ। ক্যামিও রোলে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অজয় দেবগণের মতো তারকাদের। উইলিয়াম শেক্সপীয়ারের ‘কমেডি অফ এররস’ থেকে অনুপ্রাণিত এই ছবি চলতি বছর বড়দিনে মুক্তি পাবে এবং করণের মতে বক্স অফিসে ঝড় তোলার মতো সব ‘মশলা’ ‘সার্কাস’এর রয়েছে।

অপরদিকে যদি শাহরুখের ‘পাঠান’এর কথা বলা হয়, তাহলে এই ছবিটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পেতে চলা এই ছবি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার হতে চলেছে। বক্স অফিসে ঝড় তোলার ক্ষমতা ‘পাঠান’এরও রয়েছে।

Pathaan movie

‘সার্কাস’ এবং ‘পাঠান’এর সব ‘মশলা’ দেখেই চলচ্চিত্র বিশেষজ্ঞরা এই দুই ছবির ওপর বাজি লাগাচ্ছেন। করণ যেমন বলেছেন, ‘হিন্দি বক্স অফিসে ব্যবসার দিক থেকে বলা হলে এই দুই ছবি ভালো আয় করবে বলে মনে করা হচ্ছে। হিন্দি বক্স অফিসের দিকে তাকালে এখনই বেশ ভালো অঙ্ক দেখা যাচ্ছে’।

বলিউড ‘বাদশা’ শাহরুখ দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর ‘পাঠান’এর হাত ধরে কামব্যাক করছেন। অপরদিকে ব্যাক টু ব্যাক দু’টি ফ্লপের পর ‘সার্কাস’ নিয়ে আসছেন রণবীর। এবার দেখা যাক, এই দুই ছবির হাত ধরে দুই সুপারস্টার এবং বলিউডের ভাগ্য ফেরে কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥