• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাঁক পেতেই শাহরুখের হাত ধরে টান ভক্তের! বাবা চমকে যেতেই বাঁচাতে হাজির ছেলে আরিয়ান, রইল ভিডিও

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানকে (Shah Rukh Khan) রুপোলি পর্দায় দেখা যাচ্ছে বেশ অনেক বছর হয়ে গেল। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। বক্স অফিসে খুব বেশি সফল হয়নি সেই ছবি। তবে এবার দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘কিং খান’। তাঁর হাতে রয়েছে একগাদা প্রোজেক্ট।

শাহরুখের হাতে এই মুহূর্তে ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’ রয়েছে। গত রবিবার লন্ডন থেকে ‘ডানকি’ ছবির শ্যুটিং সেরে ফিরেছেন তিনি। আর দেশে ফেরার পরই বিমানবন্দরে একটি অযাচিত ঘটনার সম্মুখীন হন ‘কিং খান’। যে কারণে খানিকটা ঘাবড়েও যান তিনি।

   

Shah Rukh Khan angry

ভারতে তো বটেই, সারা বিশ্ব জুড়ে শাহরুখের অনেক অনুরাগী রয়েছে। ঈদ কিংবা বলি সুপারস্টারের জন্মদিনের সময় তাঁর বাড়ি ‘মন্নত’এর সামনে হওয়া ভিড় দেখেই সেই কথা আন্দাজ করে নেওয়া যায়। তবে মাঝেমধ্যে অনুরাগীদের জন্যই নানান অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীনও হন তারকারা। সম্প্রতি যেমন শাহরুখের সঙ্গে হয়েছে।

Shah Rukh Khan panics after a fan forcefully holds his hand, Aryan Khan comes to rescue, watch video

গতকাল মুম্বই বিমানবন্দরে শাহরুখকে নিতে এসেছিলেন তাঁর দুই ছেলে আরিয়ান (Aryan Khan) এবং আব্রাম। তাঁদের সঙ্গে নিয়ে যখন ‘কিং খান’ বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, সেই সময় আচমকা এক অনুরাগী এসে জোর করে শাহরুখের হাত চেপে ধরে তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। সাধারণ যে কোনও মানুষের মতো শাহরুখও সেই ঘটনায় খানিকটা হকচকিয়ে যান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাবার সুরক্ষায় এগিয়ে আসেন বড় ছেড়ে আরিয়ান। শাহরুখের পাশে হাঁটতে হাঁটতে একপ্রকার আগলে নিয়ে যেতে থাকেন তাঁকে। বাবার কাছে যাতে ওভাবে আর কেউ চলে যেতে না পারেন, তা নিশ্চিত করেন আরিয়ান।

Aryan Khan

শাহরুখ পুত্রের এই কাজে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রশংসা করে আরিয়ানকে ভরিয়ে দিচ্ছেন তাঁরা। একজন যেমন লিখেছেন, ‘আরিয়ান এখানে খুব পরিণত মানুষের মতো ব্যবহার করল। একজন দুর্দান্ত ছেলে’। আর একজন আবার লিখেছেন, ‘আরিয়ান কী সুন্দর ওঁর বাবাকে রক্ষা করছে’।