• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহিলাদের স্তনের বাইরেও একটা অন্য পৃথিবী আছে! বডি শেমিং নিয়ে সরব বলি বাদশা শাহরুখ খান

Bollywood,Shah Rukh khan,SRK,suhana khan,গসিপ,ধুমপান,বলিউড,শাহরুখ খান,সুহানা খান,body shaming,বডি শেমিং

তিনি বলিউডের বাদশা ,কিং খান, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan) , শুধু দেশ কেন সারা বিশ্বে তার কোটি কোটি ভক্ত। তাঁর কয়েক মিনিটের উপস্থিতিতেই তৈরি হয়ে যায় ‘ম্যাজিক মোমেন্ট’ (Magic Moment)। সিনেমার পর্দায় এক ঝলক দেখতে অপেক্ষা করে থাকে না জানি কত জোড়া চোখ। দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে আর কিছু বলার প্রয়োজন হয় না। রূপোলী পর্দায় তাঁর রোমান্স (Romance) দেখে আম জনতা তো বটেই চোখের পলক পড়ে না তাবড় অভিনেতা অভিনেত্রীদেরও।

এই বয়সেও শাহরুখ শার্ট খুললে ঘুম ওড়ে বহু মহিলা অনুরাগীর ,কিন্তু এত সুযোগ থাকতেও শাহরুখ কখনোই মেয়েদের ভালোলাগার সুযোগ নেন নি। বিয়ের পর থেকে স্ত্রী গৌরী বাদ দিয়ে অন্য কারোর দিকে চোখ তুলেও তাকাননি তিনি। মহিলাদের প্রতি সবসময়ই সৌজন্য প্রকাশ করে এসেছেন কিং খান। কারন তাঁর ও স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে। তাই সমাজের আর ৫ জন মহিলাকেও সম্মান দিয়েই তিনি কথা বলে থাকেন।

Bollywood,Shah Rukh khan,SRK,suhana khan,গসিপ,ধুমপান,বলিউড,শাহরুখ খান,সুহানা খান,body shaming,বডি শেমিং

বর্তমানে যুগ এগোচ্ছে , মহিলারাও আধুনিকা হচ্ছেন কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্য মানুষের প্রতি ঘৃণা ,অসহনীয় মনোভাব। কে মোটা ,কে রোগ , কে বেঁটে ,কে লম্বা তা নিয়ে চলছে নিরীক্ষণ আর পছন্দ না হলেই সোশ্যাল মিডিয়ায় চলছে যদি শেমিং। এবার এই পুরো ঘটনাটা নিয়েই মুখ খুললেন শাহরুখ।

Bollywood,Shah Rukh khan,SRK,suhana khan,গসিপ,ধুমপান,বলিউড,শাহরুখ খান,সুহানা খান,body shaming,বডি শেমিং

করোনা অতিমারীর সময়ে মানুষ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে উঠেছিলেন অনেকেই ,আর তখনই এই সব প্রবণতা বাড়ে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কেউই বাদ যান না। এবার এই বিষয়ে মুখ খুললেন বলি বাদশা , তার বক্তব্য মহিলাদের স্তনের বাইরেও একটা জগৎ আছে।অর্থাৎ সমাজের প্ৰচলিত ধারণার গালে কার্যত সপাটে চড় কষালেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥