বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan) ছবিটি ঘিরে দর্শকমহলে আগ্রহ দেখার মতো। হবে নাই বা কেন! এটি কিং খানের (Shah Rukh Khan) কেরিয়ারের প্রথম সর্বভারতীয় ছবি। পাশাপাশি ছবির কাস্টিংও চোখধাঁধানো। ক্যামিও করতে দেখা যাবে বলিউড, সাউথের একাধিক সুপারস্টারকে। সব মিলিয়ে, সুপারহিট হওয়ার সব মশলাই রয়েছে ‘জওয়ান’এ। এবার সেই ছবিরই রিলিজের দিন (Release date) ঘোষণা করলেন ‘বাদশা’।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর যে শাহরুখ ৩টি সিনেমা নিয়ে আসছেন তা আগে থেকেই সকলের জানা ছিল। বছরের শুরুতেই রিলিজ করেছিল ‘পাঠান’। বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। এবার আসছে কিং খানের আর এক ধামাকা সিনেমা ‘জওয়ান’।
গত কয়েকমাস ধরে ‘জওয়ান’এর রিলিজ ডেট নিয়ে অনেক রকম টালবাহানা চলছে। প্রথমে শোনা গিয়েছিল, আগামী জুন মাসে মুক্তি পাবে এই সিনেমা। এরপর শোনা যাচ্ছে, তা নাকি পিছিয়ে দেওয়া হয়েছে। তারপর ফের জানা যায়, পূর্ব নির্ধারিত ২ জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই আসল রিলিজ ডেট জানিয়ে দিলেন শাহরুখ।
শনিবার ‘জওয়ান’এর নতুন পোস্টারের সঙ্গেই ছবির রিলিজ ডেটও ঘোষণা করেন কিং খান। অভিনেতা জানিয়েছেন, তাঁর আগামী ছবি প্রেক্ষাগৃহে রিলিজ করবে আগামী ৭ সেপ্টেম্বর। একই সঙ্গে সমগ্র বিশ্বে মুক্তি পাবে এই সিনেমা। শাহরুখ ছবির রিলিজ ডেট ঘোষণা করা মাত্রই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তমহলে।
শাহরুখ ভক্তদের দাবি, ‘পাঠান’এর পর আরও একটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে আসছেন শাহরুখ। পাশাপাশি এও শোনা যাচ্ছে, গতে বাঁধা ধরণে শহরে শহরে গিয়ে ছবির প্রচার করা নয়, বরং শাহরুখোচিত কায়দায় ‘জওয়ান’এর প্রচার করবেন তিনি। ঠিক যেমনটা করেছিলেন ‘পাঠান’এর সময়।
View this post on Instagram
প্রসঙ্গত, কিং খানের এই মেগা বাজেট ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী সুন্দরী নয়নতারাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাউথ সুপারস্টার বিজয় সেতুপতিকে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয়, আল্লু অর্জুনের মতো সুপারস্টাররা ‘জওয়ান’এ ক্যামিও করবেন। এবার দেখা যাক, শাহরুখের এই তারকাখচিত সিনেমা তাঁর ১০০০ কোটির ‘পাঠান’কে পিছনে ফেলতে পারে কিনা।