• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’-এর জন্য পারিশ্রমিক নিচ্ছেন না শাহরুখ খান, বদলে রাখলেন এই কয়টি শর্ত

Published on:

Shah Rukh Khan

‘জিরো’-এর পর থেকে কিং খানের করা ছবির সংখ্যাও শূন্য। অবশেষে ফ্যানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি ‘পাঠান’ সিনেমার শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ খান, ছবির সেটের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট-দুনিয়ায়! বলিবাদশার ফিরে আসাকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ‘লৌট আয়া শের’ বলে উল্লেখ করছেন। ট্রেন্ডিং তালিকায় উপরের দিকে রয়েছে ‘পাঠান’।

মুম্বইয়ের ‘ইয়াশ রাজ স্টুডিও’-তে ‘পাঠান’-এর শ্যুটিং করছেন কিং খান। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং খান এই সিনেমায় সই করলেও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই অভিনয় করছেন তিনি। কিন্তু গল্পের মোড় ঘুরছে এখানেই। আসলে পারিশ্রমিকের বদলে ছবির প্রযোজকদের থেকে ছবির লভ্যাংশের অংশ দাবি করেছেন শাহরুখ!

বলি সূত্রের খবর, ছবির লভ্যাংশের প্রায় ৪৫% পর্যন্ত পাবেন কিং খান যা তাঁর পারিশ্রমিকের থেকেও বহুগুণ বেশি হতে চলেছে। জানা গেছে, তিন খানই মাঝেমধ্যে এমন অদ্ভূত দাবি করেন এবং ব্র্যান্ডভ্যালুর কারণে প্রযোজকরা এমনতর দাবি মেনেও নেন! এর আগের ইয়াশ রাজ ফিল্মস-এর কাছে এমন বক্তব্য পেশ করেছেন কিং খান এবং আদিত্য চোপড়ার সাথে শাহরুখের বন্ধুত্বের কারণে এবারেও যে সেই দাবি মানা হবে, তা বলাই বাহুল্য।

ইয়াশ রাজ্য ফিল্মসের তরফে জানা গেছে, ‘পাঠান’-এ কিংখানের পাশাপাশি জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনও রয়েছেন! পাশাপাশি সলমন খানও বিশেষ একটি চরিত্রে রয়েছেন। ফলে সব মিলিয়ে যে জমজমাট হতে চলেছে পাঠান, তা বুঝতেই পারছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥