• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বঙ্গে চাকরি খোয়ালেন শাহরুখ! সুপারস্টার দেবকে নিয়ে বড় ঘোষণা করলেন মমতা

বুধবার নবান্নে বাংলার শিল্পপতিদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। তবে চমক আসে একেবারে শেষলগ্নে। বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh khan) জায়গায় মুখ্যমন্ত্রী বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর (Bengal brand ambassador) করেন বিনোদন দুনিয়ার আর এক তারকাকে। সত্যিই কি রাতারাতি বদলে গেল বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর? জেনে নেওয়া যাক ঠিক কী হয়েছে।

আজকের বৈঠকের একেবারে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী (Chief Minister) টলি সুপারস্টার দেবকে (Dev) বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়ার প্রস্তাব দেন। এদিন দেবকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘দেব, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে তুমি একটু কাজ করো না বাবা’। মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন প্রস্তাব পেয়ে প্রথমে খানিকটা চমকে যান অভিনেতা। জিজ্ঞেস করেন, ‘আমি?’

   

Dev and Mamata Banerjee, Bengal brand ambassador

এরপর যখন দেব বুঝতে পারেন মুখ্যমন্ত্রী তাঁকেই একথা বলেছেন ফের খানিকটা চমকে যান তিনি। এরপর সরাসরি টুরিজম ডিপার্টমেন্টকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই টুরিজম ডিপার্টমেন্ট থেকে তোমরা দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করো তো’।

সকলেই জানেন, এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। বঙ্গের টুরিজম ডিপার্টমেন্টের হয়ে একটি বিজ্ঞাপন শ্যুটও করেছিলেন পর্দার ‘পাঠান’। মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক সুপারস্টারের। শাহরুখকে ভাইয়ের মতো স্নেহ করেন মমতা। অপরদিকে দিদির আহ্বানে প্রত্যেক বছর KIFF’এ চলে আসেন ‘কিং খান’ও।

Dev, Bengal brand ambassador

তাই স্বাভাবিকভাবেই দেবকে বাংলার নতুন ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে বেছে নেওয়ায় সকলে ভাবছেন তাহলে কি রাতারাতি বাদ পড়লেন শাহরুখ? তাহলে জানিয়ে রাখি এমনটা মোটেই হয়নি। মমতা জানান, ‘এমনিতে শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর আছেন। কিন্তু ও খুব ব্যস্ত। তা সত্ত্বেও ও আমাদের জন্য একটা বিজ্ঞাপন শ্যুট করে দিয়েছিল। এবার তুমিও (দেব) বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়ে যাও’।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন বানানোর দায়িত্ব দিয়েছেন নামী চিত্র পরিচালক গৌতম ঘোষকে। অপরদিকে দেবকে বলেছেন, ‘আরও দু-তিনজনকে নিয়ে এই কাজটা তুমি সামলে নিও’। দিদির আদেশ মাথা পেতে নেন দেব, অভিনেতার মুখে ছিল হাসি। মুখ্যমন্ত্রীর আদেশ পালনে তিনি যে কোনও খামতি রাখবেন না তা বুঝিয়ে দেন টলি সুপারস্টার।

site