• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে পা রাখছেন সুহানা! আদরের মেয়ের ডেবিউর আগে গর্ব করে যা বললেন শাহরুখ

Updated on:

Shah Rukh Khan gives shoutout to Suhana Khan for her Bollywood debut

বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan) শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। বাবার দেখানো পথে হেঁটে জলদিই অভিনয় জগতে ডেবিউ করতে চলেছেন ‘বাদশা’ কন্যা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’র (The Archies) হাত ধরে সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন কিং খানের মেয়ে। সোমবার ওটিটির জন্য তৈরি এই সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে।

ছেলেমেয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে প্রত্যেক মা-বাবারই গর্ব হয়। শাহরুখও ব্যতিক্রম নন। মেয়ের বলিউড ডেবিউর আগে স্বাভাবিকভাবেই গর্বে বুক ভরে গিয়েছে বলি সুপারস্টারের। ‘দ্য আর্চিস’র নতুন পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গেই শাহরুখ সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত শেয়ার করেছেন।

Shah Rukh Khan and Suhana Khan, Shah Rukh Khan on Suhana Khan

সুহানার প্রথম ছবির পোস্টার টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আমার মনে আছে, অনেক বছর আগে আর্চির বইগুলো কেনার জন্য আআমি মুখিয়ে থাকতাম। কত স্মৃতি জড়িয়ে আছে’। এখানেই অবশ্য শেষ নয়, আজ টুইটারে কিছুক্ষণের জন্য একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করেন অভিনেতা।

শাহরুখকে একজন নেটিজেন জিজ্ঞেস করেন, ‘নেটফ্লিক্সে আর্চিস আসতে চলেছে। একজন গর্বিত বাবা হিসেবে আপনার কেমন অনুভব হচ্ছে?’ জবাবে ‘কিং খান’ বলেন, ‘বাবা হিসেবে পক্ষপাতিত্ব এবং উত্তেজনা অবশ্যই রয়েছে। সেই সঙ্গেই জোয়া আখতারের সিনেমা দেখার জন্যেও মুখিয়ে রয়েছি’।

The Archies movie, Shah Rukh Khan on Suhana Khan Bollywood debut

শুধু মেয়ে সুহানাই নয়, বাকি দুই সন্তানদের নিয়েও কথা বলেন শাহরুখ। একজন অনুরাগী অভিনেতাকে জিজ্ঞেস করেন, শাহরুখ নিজের সন্তানদের মধ্যে কোন গুণটি দেখতে চান? জবাবে অভিনেতা বলেন, ‘আমার মধ্যে অবান্তর জিনিস সহ্য করার যে ক্ষমতা রয়েছে সেটা যেন ওদের মধ্যেও থাকে’।


একজন অনুরাগী আবার শাহরুখের স্ট্রাগল নিয়ে প্রশ্ন করেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বলিউড সুপারস্টার হওয়ার যাত্রা নিয়ে জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট নেটিজেন। জবাবে শাহরুখ বলেন, ‘এখনও পর্যন্ত মোটের ওপর জীবন ভালোই কেটেছে। দর্শক এবং বাকি সকলে প্রচণ্ড ভালোবেসেছেন। সেই জন্য খুব একটা কঠিন ছিল না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥