• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই সেরা বাবা! হাজার কাজের মাঝে ছেলে আব্রামের তাইকোন্ডো টুর্নামেন্টে হাজির শাহরুখ, রইল ভিডিও

Published on:

Shah Rukh Khan gives medal to son AbRam and Taimur Ali Khan for winning taekwondo tournament

বলিউডের (Bollywood) বাদশাহ নামেই পরিচিত শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে ‘কিং খান’ হওয়ার পাশাপাশি তিনি সেরা বাবাও বটে। আরও একবার সেকথা প্রমাণ করে দিলেন ‘বাদশা’। হাজার কাজের মাঝেও শাহরুখ নিজের সন্তানদের কখন উপেক্ষা করেন না। সবসময় পরিবার এবং ছেলেমেয়ের জন্য সময় বের করে নেন তিনি। বিশেষত সন্তানদের সময় না দেওয়ার ‘বড়’ মাশুল গোনার পর থেকে তো আরওই সেই পথে অগ্রসর হন না বাদশা।

গত রবিবারের বিকেলটা যেমন ফাঁকা রেখেছিলেন ছোট্ট আব্রামের (AbRam Khan) জন্য। কারণ গতকাল মুম্বইয়ে আয়োজিত তাইকোন্ডো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন ‘বাদশা’র ছোট ছেলে। সেখানে নিজের বিভাগে বিজয়ীও হয়েছে সে। ছেলেকে উৎসাহ দিতে আর বাকি পাঁচজন বাবার মতোই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন শাহরুখও। যদিও তিনি একা নন, গতকালের টুর্নামেন্টে ভাইকে সাপোর্ট করতে গিয়েছিলেন আরিয়ান এবং সুহানাও।

Shah Rukh Khan and AbRam Khan in Taekwondo tournament

গতকালের তাইকোন্ডো টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। মুম্বইয়ের এই টুর্নামেন্টে অবশ্য শুধুমাত্র আব্রামই নন, নাম দিয়েছিলেন আরও অনেক স্টারকিডই। সেই তালিকায় নাম রয়েছে করিনা কাপুর খান, সইফ আলি খানের ছেলে তৈমুরেরও। আব্রামের মতোই নিজের বিভাগে বিজয়ী হয়েছে সেও।

Shah Rukh Khan and Taimur Ali Khan in taekwondo tournament

তাইকোন্ডো টুর্নামেন্টে বিজয়ীদের গলায় সোনার মেডেল পরিয়ে দেন শাহরুখ। অবশ্য ছেলে আব্রামকে মেডেল পরানোর সময় তাঁকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বনও দেন গর্বিত বাবা কিং খান। অপরদিকে তৈমুরকে সমর্থন করতে হাজির ছিলেন সইফ, করিনা, মাসি করিশ্মা এবং তাঁর ছেলে কিয়ান। টুর্নামেন্ট শেষে সকল প্রতিযোগী এবং তাঁদের মা-বাবার সঙ্গে হাসিমুখে পোজ দেন বলি তারকারা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

জানিয়ে রাখি, শাহরুখের ছোট ছেলে আব্রাম বাড়ির সবার নয়নের মণি। তাঁকে ঘিরেই আবর্তিত হয় খান পরিবারের সকলের জীবন। একথা শাহরুখ, গৌরী বারবার বলেছেন। দেখতে দেখতে ৮ বছর বয়স হয়ে গিয়েছেন শাহরুখের কনিষ্ঠ পুত্রের।

এই বয়স থেকেই তাইকোন্ডো, ফুটবল, সাঁতার, দৌড়ের প্রশিক্ষণ নেয় আব্রাম। এছাড়াও বক্সিংয়ের প্রশিক্ষণও নেয় সে। গত বছর অবশ্য ছেলের বক্সিং ম্যাচ মিস করে গিয়েছিলেন কিং খান। স্ত্রী গৌরীর শেয়ার করা ছবিতে উগড়ে দিয়েছিলেন হতাশা এবং অভিমান। তাই এবার ছেলের তাইকোন্ডো চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত হাতছাড়া করলেন না তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥