• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলে নেশাখোর হলেই দোষ! শাহরুখ দিনে খান ১০০টা সিগারেট, ৩০ কাপ ব্ল্যাক কফি, সারারাত ঘুমোন না

Bollywood,Shah Rukh khan,SRK,suhana khan,গসিপ,ধুমপান,বলিউড,শাহরুখ খান,সুহানা খান

কথাতেই আছে ড্রাগের নেশা সর্বনাশা। একবার এই নেশার কবলে পড়লে তার থেকে বেরোনো খুব কঠিন। বলিউডে সময়ে সময়ে বহুবার নেশাদ্রব্য নিয়ে অভিযোগ উঠেছে একাধিক তারকাদের সাথে মাদক যোগ পাওয়া গিয়েছে। ছোট বড় সব ধরণের তারকাদেরই নাম জড়িয়েছে এই  সমস্ত মাদক কাণ্ডে। তবুও তারকাদের শিক্ষা বিশেষ হয়নি।

আপনাদের সকলেরই মনে থাকবে , গত কয়েকদিন আগেই মাদক কাঁদে নাম জড়িয়েছিল শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের। NCB এর হেফাজতে পরে বেশ নাকানিচোবানি খেতে হয়েছে বলিউডের এই খান পরিবারকে। টানা ২৩ দিন জেলের ঘানি টেনে প্রায় ২৮ দিন পর অবশেষে ছাড়া পেয়েছিলেন তিনি ,মাদক কান্ডে গ্রেফতার হয়ে প্রায় এক মাসের কাছাকাছি জেলের ভাতই জুটেছে শাহরুখের বড় ছেলের। বারবার তার জামিনের আবেদন বাতিল করে দেওয়ার পর শেষ দফায় অসংখ্যা কাঠখড় পুড়িয়ে ছেলেকে ঘরে ফিরিয়েছেন শাহরুখ।

Bollywood,Shah Rukh khan,SRK,suhana khan,গসিপ,ধুমপান,বলিউড,শাহরুখ খান,সুহানা খান

কিন্তু ছেলের তো শুধু দোষ দিলে হবেনা আপনাদের আজ জানাব শাহরুখ খানের বিশৃঙ্খল জীবন যাপনের কথাও। লাখো হৃদয়ে রাজত্ব করা শাহরুখ খান এমনই জীবনযাপন করেন যা শুনলে আপনার হতাশ না হয় ছাড়া উপায় থাকবেনা। শাহরুখ খান ধূমপানে এতটাই আসক্ত যে তার এই অভ্যাসের কথা আর কারোরই জানতে বাকি নেই। ২০১১ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের বদঅভ্যাস নিয়ে নিজেই মুখ খুলেছিলেন কিং খান।

Shahrukh Khan 8 Pack Body Pathaan movie looks Leaked Photos

তিনি জানিয়েছিলেন দিনে তিনি ১০০ টার উপর সিগারেট খান এবং প্রায় ৩০ কাপের উপরে ব্ল্যাক কফি পান করেন।  এই সাক্ষাৎকারে SRK তার খাবারের প্রতি ভালোবাসা সম্পর্কেও মুখ খুলেছিলেন তিনি জানিয়েছিলেন , তাঁর বাবা দিল্লিতে একটি রেস্তোরাঁর মালিক ছিলেন তার বিশেষত্ব ছিল পাঠানি খাবার আর এই সবই তিনি প্রায়ই খেতেন। আর এহেন অবাধ্য লাইফস্টালের জেরে শাহরুখ নিজের মুখেই শিকার করেছিলেন যে তিনি রাতের পর রাট ঘুমোতে পারেন না।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥