২১ শতকের গোড়াতে দাঁড়িয়েও সমাজ এখনো কার্যত ‘পুরুষতান্ত্রিক’ই রয়ে গেছে। নারীবাদীদের আন্দোলন, লিঙ্গসাম্যের বুলি এতসবের পরেও, ছেলে এবং মেয়েদের মধ্যে যে তফাৎ আছে তা প্রতিমুহূর্তে আমাদের বুঝিয়ে দেয় সমাজই। মেয়েদের বেলায় হাজারো বারণ, কিন্তু ছেলেদের সেসব গন্ডী নেই। তারা রাতেও নিরাপদ।
এবার কেবল মুখে লিঙ্গসাম্যের কথা নয়। কাজেও সেটা করে দেখালেন অভিনেতা শাহরুখ খান। জানা গেছে, নিজের বড় ছেলে আরিয়ানকে বাড়িতেও খালি গায়ে থাকতে দেননা কিং খান। মুম্বইয়ের সাংবাদিকদের নিজেই খোলসা করলেন কারণ।
জানালেন, একটি মেয়ে যদি খালি গায়ে থাকতে না পারে একটি ছেলেই বা কেন পারবে? নারীর স্তন আছে আর পুরুষের নেই বলে ছেলেদের সাত খুন মাফ, আর মেয়েদের নয়? তাই ছেলে আরিয়ানকে কড়া ভাষাতেই তিনি বলে দিয়েছেন, “মা বোনকে যদি তোমার খালি গায়ে দেখতে সমস্যা হয়ে থাকে, তাহলে তোমাকে খালি গায়ে দেখলেও তাদের একই সমস্যা হতে পারে।” তাই বাড়িতেও ছেলেকে জামা পরে থাকারই পরামর্শ দেন তিনি।
বলি বাদশার কথায় পুরুষ হওয়ার কোনো আলাদা সুবিধা তিনি নিতে দেবেন না তার ছেলেকে। লিঙ্গসাম্য নিয়ে বরাবরই সরব অভিনেতা। এর আগেও লকডাউনের সময় এক অনুরাগীকে সবক শিখিয়েছিলেন অভিনেতা। মেয়েদের ‘পটানোর’ উপায় অভিনেতার থেকে জানতে চাইলে শাহরুখের উত্তর ছিল, ‘নারীর প্রাপ্য সম্মান দিতে শিখুন। এই ধরনের শব্দ ব্যবহার আদতে নারীকে অসম্মানিত করে’।