• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখোমুখি শাহরুখ-সলমন, বলিউডের সবচেয়ে দামি হতে চলেছে সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’!

Updated on:

Shah Rukh Khan and Salman Khan starrer Tiger vs Pathaan will reportedly be made in whooping 300 crore budget

শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) ছবির রেশ এখনও দর্শকদের মধ্যে থেকে কাটেনি। এই ছবিতে কয়েক মিনিটের ক্যামিওতেই বাজিমাত করেছিলেন ‘টাইগার’ (Tiger) সলমন খান (Salman Khan)। তবে এবার গোটা একটি সিনেমা নিয়ে আসছেন শাহরুখ এবং সলমন। আর ক্যামিও নয়, ‘করণ অর্জুন’এর পর ফের একসঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’এ (Tiger vs Pathaan) কাজ করবেন দুই সুপারস্টার।

দর্শকদের মধ্যে ‘পাঠান ম্যানিয়া’ কাটতে না কাটতেই, ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার এই ছবিটি ঘিরে আরও একটি তথ্য সামনে এসেছে। যা শোনার পর দর্শকদের উত্তেজনা এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, শাহরুখ-সলমনের আসন্ন এই সিনেমা বলিউডের ইতিহাসের সবচেয়ে দামি (Budget) ছবি হতে চলেছে।

Tiger vs Pathaan, Salman Khan upcoming movies, Tiger vs Pathaan budget

‘টাইগার’ এবং ‘পাঠান’- দু’টি চরিত্রই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ। তাই স্বাভাবিকভাবেই ‘টাইগার ভার্সেস পাঠান’ও এই প্রযোজনা সংস্থাই তৈরি করবে। জানা গিয়েছে, শাহরুখ-সলমন অভিনীত এই আইকনিক সিনেমা তৈরিতে কোনও খামতি রাখতে চাইছেন না আদিত্য চোপড়া। ছবি তৈরিতে দু’হাতে অর্থ ঢালতে রাজি তিনি। জানেন ‘টাইগার ভার্সেস পাঠান’এর জন্য কত টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে?

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘টাইগার ভার্সেস পাঠান’এর জন্য প্রায় ৩০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। ছবি পরিচালনা করবেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে এই মেগা বাজেট ছবির শ্যুটিং।

Tiger vs Pathaan, Tiger vs Pathaan budget

বলিউড হাঙ্গামায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘টাইগার ভার্সেস পাঠান’এর জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছে সেখানে কলাকুশলীদের পারিশ্রমিক যোগ করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক যোগ করা হলে সেই অঙ্কটা আরও বাড়বে একথা সকলেই জানেন। এছাড়াও এই ছবিতে নাকি প্রফিট শেয়ার থাকবে শাহরুখ এবং সলমনের। অর্থাৎ ‘টাইগার ভার্সেস পাঠান’ যদি ‘পাঠান’এর সাফল্য ছাপিয়ে যায় তাহলে দুই সুপারস্টারের পকেটে ভালো টাকা ঢুকবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যশ রাজ ফিল্মস এখন থেকেই ‘পাঠান’ (শাহরখ), ‘টাইগার’ (সলমন) এবং ‘কবীর’কে (ঋত্বিক রোশন) এক ছবিতে আনার পরিকল্পনা শুরু করে দিয়েছে। ‘টাইগার ভার্সেস পাঠান’এই ঋত্বিক ক্যামিও চরিত্র থাকবেন নাকি এই তিন তারকাকে নিয়ে আলাদা কোনও ছবি করার প্ল্যানিং রয়েছে আদিত্য চোপড়ার, তা অবশ্য জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥