বলিউডের (Bollywood) সবচেয়ে জনপ্রিয় দুই তারকার নাম জিজ্ঞেস করা হলে তা অবশ্যই হবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। এই দুই অভিনেতা গত তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে ‘রাজত্ব’ করছেন। প্রথমে বন্ধুত্ব থাকলেও মাঝে দু’জনের সম্পর্কের অবনতি হয়েছিল। এখন অবশ্য সব মিটমাট করে গলায় গলায় বন্ধুত্ব হয়েছে দু’জনের।
সম্প্রতি ‘ভাইজান’এর বার্থডে পার্টিতে উপস্থিত হয়েছিল শাহরুখ। সেখানে দেখা গিয়েছিল, আলিঙ্গন করে ‘বাদশা’কে গাড়িতে তুলে দিচ্ছেন সলমন। দুই সুপারস্টারের এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। এবার সেই ভিডিওর রেশ কাটতে না কাটতেই, ফের মুকেশ অম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত অম্বানির (Anant Ambani) ছেলের এনগেজমেন্ট পার্টিতে একসঙ্গে দেখা গেল দু’জনকে।
দিনকয়েক আগেই অনন্ত তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে বাগদান সেরেছেন। রাজস্থানে বাগদান পর্ব সারার পর মুম্বইয়ে এসে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত হয়েছিল বি টাউনের প্রায় প্রত্যেক তারকা। শাহরুখ-সলমনও গিয়েছিলেন সেখানে।
সোশ্যাল মিডিয়ায় খুললে এখনও চোখে পড়তে পারে অনন্ত-রাধিকার এনগেজমেন্ট পার্টিতে বলি তারকাদের নানান ছবি, ভিডিও। শাহরুখ-সলমনেরও একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা দেখে শুরু হয়েছে হাসাহাসি।
‘কিং খান’ এবং ‘ভাইজান’- দু’জনে অম্বানিদের পার্টিতে একসঙ্গে যাননি। তবে দু’জনকে একসঙ্গে বেরোতে দেখা যায়। প্রথমে সলমনের গাড়ি এবং এরপর শাহরুখের গাড়ি বেরোতে দেখা যায় ইভেন্ট থেকে। নীল রঙের একটি শার্টে দারুণ হ্যান্ডসাম লাগছিল পর্দার ‘টাইগার’কে। অপরদিকে সাদা রঙের পোশাকে শাহরুখের থেকে চোখ ফেরানো দায়।
View this post on Instagram
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ দুই তারকাকে ট্রোল করা শুরু করেছেন। একজন যেমন লিখেছেন, ‘বাসন ধুয়েছে’। আর একজন আবার লিখেছেন, ‘খাবার পরিবেশনের কাজ করতে এসেছিল হয়তো’। যদিও অনেকেই দুই তারকাকে ভালোবাসাতেও ভরিয়েছেন। একজন নেটাগরিক যেমন করেছেন, ‘স্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’।