• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তদের জন্য হাজির বাদশাহ, ছেলে আব্রামকে নিয়ে মন্নত থেকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান

Published on:

Shah Rukh Khan and Abram greet fans on Eid, watch video

আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আধা বা বখরি ঈদ (Eid)। সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময় পর্ব। বাদ নেই বলিউডের তারকারাও।বলিপাড়ার একাধিক নামী তারকা এই বিশেষ দিনে সকাল সকালই ভক্তদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। তবে প্রত্যেকের অপেক্ষা ছিল ‘বাদশা’র শুভেচ্ছা বার্তার। ভক্তদের নিরাশ করেননি তিনি। প্রত্যেকবারের মতো এইবারও ‘মন্নত’এর ছাদ থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান (Shah Rukh Khan), সঙ্গী ছিল ছেলে আব্রাম। মুহূর্তের মধ্যে সেই সময়ের নানান ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

ঈদের এই বিশেষ দিনটি মুসলিম ধর্মের মানুষদের কাছে খুবই পবিত্র। তবে বলিউডদ বাদশা শাহরুখের বাড়ির সামনে অবশ্য ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভক্তরা ভিড় করেন। ঈদের ‘চাঁদ’এর অপেক্ষা করতে থাকেন তাঁরা। কোনওবারই এই বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করেন না ‘কিং খান’। আজও ব্যতিক্রম হল না।

Shah Rukh Khan in Eid 2022

শাহরুখের সঙ্গে আজ তাঁর ছোট ছেলে আব্রামও ছিলেন। বাবার পরনে ছিল সাদা রঙের টি শার্ট এবং নীল রঙের ডেনিম। চোখে রোদ চশমা। অপরদিকে বাদশা পুত্রের পরনে ছিল লাল রঙের টি শার্ট এবং কালো রঙের প্যান্ট। এদিন বাড়ির নীচে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনময় করেন শাহরুখ। ছোট্ট আব্রামও বাবার দেখাদেখি একইভাবে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

তবে শুধু এই একবারই নয়, এর আগেও রবিবার শাহরুখকে পাঠানি স্যুট পরে মুম্বইয়ে একবার লেন্সবন্দি করেছিলেন সেখানকার ছবি শিকারিরা। সেখানে দেখা গিয়েছিল, ‘কিং খান’কে ঘিরে রয়েছেন তাঁর সকল নিরাপত্তারক্ষীরা।

Shah Rukh Khan in Eid 2022

শাহরুখের আগামী ছবি প্রসঙ্গে বলা হলে, তাঁর হাতে এখন তিনটি বিগ বাজেট ছবি আছে। আগামী বছর মুক্তি পাবে সেই তিন ছবি। দীর্ঘ পাঁচ বছর পর, ২০২৩ সালে বড় পর্দায় প্রত্যাবর্তন হবে ‘কিং খান’এর। শাহরুখের হাতে এখন ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডঙ্কি’ রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥