• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লপের বাজারেও রিমেকই ভরসা! ‘পাঠান’র পর গোবিন্দার আইকনিক ছবির রিমেক করতে চলেছেন শাহরুখ খান

একদিকে ক্রমশই জোরালো হচ্ছে ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ড। একের পর এক বিগ বাজেট সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। অপরদিকে বলিউড রয়েছে সেই ‘টুকলি’তেই (Remake)! হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে দর্শকদের একটা বড় অংশের অভিযোগ তারা নিজস্ব কোনও গল্প দেখাতেই পারে না।

হলিউড, আর নাহলে সাউথের ছবির রিমেক দেখায় বলিউডের বেশিরভাগ নির্মাতারা। তবে এবার আর হলিউড-সাউথ নয়, এবার বলিউড থেকে টুকেই সিনেমা আনতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)! হ্যাঁ, ঠিকই দেখছেন। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত গোবিন্দা (Govinda) অভিনীত সুপারহিট তথা আইকনিক সিনেমার রিমেক আনতে চলেছেন ‘বাদশা’।

   

After Shahrukh Khan Kartik Aryan is to be called as Bollywood King says fans

শাহরুখ এখন যে শুধুমাত্র অভিনেতা নন, তা দর্শকদের অজানা নয়। ‘কিং খান’ বলিউডের প্রথম সারির প্রযোজকদের মধ্যেও একজন। সম্প্রতি শাহরুখ খান প্রযোজিত ‘ডার্লিংস’ দর্শক দ্বারা প্রশংসিত হয়েছে। এবার শোনা যাচ্ছে, আলিয়া ভাট, শেফালি শাহ অভিনীত ছবির সাফল্যের পর গোবিন্দা অভিনীত ছবির রিমেক তৈরির দিকে ঝুঁকেছেন ‘কিং খান’। বলি সুপারস্টার গোবিন্দার কোন ছবি ফের তৈরি করতে চাইছেন জানেন?

সেই ছবিটি হল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দুলহে রাজা’ (Dulhe Raja)। গোবিন্দা, রবীনা ট্যান্ডন অভিনীত সেই সুপারহিট সিনেমাই ফের নতুন করে দর্শকদের সামনে পেশ করতে চলেছেন বলিউড ‘বাদশা’। বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে, শাহরুখের প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই সেই ছবির সত্ত্ব কিনে ফেলেছে।

Dulhe Raja

শুধু তাই নয়, ‘দুলহে রাজা’র রিমেক সম্বন্ধিত আরও একটি খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর পরিচালক ফারহাদ সামজি এই ছবির চিত্রনাট্যের ওপর কাজ করবেন। চিত্রনাট্য পছন্দ হলে ছবি তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শাহরুখের প্রযোজনা সংস্থা।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলহে রাজা’র কথা বলা হলে, হরমেশ মলহোত্রা পরিচালিত এই সিনেমায় গোবিন্দা এবং রবীনা ছাড়াও অভিনয় করেছিলেন কাদের খান, জনি লিভার, প্রেম চোপড়া, আরসানি, বিজু খোটে, মনীশ বেহলের মতো শিল্পীরা। এবার দেখার, শাহরুখ যদি সত্যিই এই আইকনিক ছবির রিমেক আনেন, তাহলে সেখানে কোন শিল্পীদের কাস্ট করা হয়।