• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইনকাম নিয়ে প্রশ্ন করেছিল শাহরুখ, ভরা মঞ্চেই তার মুখে ঝামা ঘষে দিয়েছিল মুকেশ পুত্র অনন্ত আম্বানি

Published on:

ভারতের সর্বকালের ধনী যুগলের নাম হিসেবে উঠে আসে মুকেশ আম্বানি-নীতা আম্বানির নাম (Mukesh ambani)। তাঁদের যমজ সন্তান ইষা আম্বানি ও আকাশ আম্বানি। কিন্তু মুকেশের সর্বকনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিই (anant ambani)একমাত্র, যে সবদিক দিয়েই বাবার মত। সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েও কিভাবে তিনি গড়েছেন নিজেকে, তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন কিংখানের সঙ্গে এক কথোপকথনে!

২০১৭ সালে গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বর্ষপূর্তি উদযাপনের জন্য একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বভার নেন স্বয়ং শাহরুখ খান। মঞ্চে আম্বানি পরিবারের তিনসন্তানের সঙ্গেই মজাঠাট্টায় মেতে ওঠেন বলিবাদশা। আকাশ ও ইষার সাথে নাচেও যোগ দেন।

মঞ্চে অনন্তের সঙ্গে একটি কথোপকথন চলাকালীন শাহরুখ খান জানান যে তাঁর জীবনের প্রথম মাইনে ছিল মাত্র ৫০ টাকা। বাদশার কথায়, “দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পঙ্কজ উধার সঙ্গীতানুষ্ঠানে কাজ করে যে ৫০ টাকা উপার্জন করি, তা দিয়েই প্রথম তাজমহল দেখতে যাই।” নিজের অভিজ্ঞতার কথা জানানোর পরেই অনন্তকে তাঁর প্রথম উপার্জনের ব্যাপারে প্রশ্ন করেন শাহরুখ। অনন্তের উত্তরে হাসিতে ফেটে পড়ে গোটা জনতা।

শাহরুখের প্রশ্নে একটুও না ঘাবড়ে অনন্ত উত্তর দেন, “থাক না সেসব কথা। শুনলে আপনি বিব্রতই বোধ করবেন।” অনন্তের উত্তর শুনে আশ্চর্য হয়েছিলেন শাহরুখ। এরপর কিংখান হেসেও ওঠেন, যদিও বলিবাদশা যে যথেষ্ট বিব্রত বোধ করেননি এ প্রশ্নে সে কথা বলাই বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥