সকালেই পান সিদ্ধার্থের মৃত্যুর খবর, আচমকা এই খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন শেহনাজ। আর তারপরেই শ্যুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। আর এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী শেহনাজ গিল। সংবাদ মাধ্যমের তরফে শেহনাজের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ আমার শরীর খারাপ লাগছে, ভাবতে পারছিনা সিদ্ধার্থ নেই। আমি কথা বলার অবস্থায় নেই। শেহনাজ অসুস্থ হয়ে পড়েছে। ‘
বিগবস সিজন ১৩ -এর জনপ্রিয় জুটি ছিল ‘সিডনাজ’ (Sidnaz)। অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) এবং শেহনাজ গিলের (Shehnaaz Gill ) এর দুষ্টু মিষ্টি রসায়নে মন মজেছিল বিগবস প্রেমীদের। আজ সকালেই ‘সিডনাজ’ শব্দ থেকে চিরতরে মুছে গেল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে আচমকা প্রয়াত হন বিগবসের প্রাক্তন প্রতিযোগী তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
বিগবস ১৩ সিজনের বিজয়ী ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মুম্বইয়ের কুপার হাসপাতাল সূত্রে খবর ঘুমের মধ্যে একটি ওষুধ খেয়েছিলেন তিনি, এরপর আর সেই ঘুম ভাঙেনি। সিদ্ধার্থের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। আর অভিনেতার এই অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তার চর্চিত বান্ধবী শেহনাজও।
বিগবসের ক্যামেরায় বহুবার ধরা পড়েছে তাদের অসংখ্য মিষ্টি মুহুর্ত। ‘তুমি আমার, কেবল মাত্র আমার’ ভালোবাসার এই দৃঢ় বাক্যটি সিদ্ধার্থকে প্রকাশ্যেই বলেছিলেন শেহনাজ। তার হাসি, কান্না, রাগ অভিমানের পরতে পরতে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। আজ সকালে আচমকা শোনা যায়, সিদ্ধার্থ আর নেই।
জানা যায়, শ্যুটিং এই ব্যস্ত ছিলেন শেহনাজ। হঠাৎ ফোনে ভেসে আসে এই কঠিন দুঃসংবাদ। শ্যুট ছেড়ে তক্ষুনি হাসপাতাল ছোটেন শেহনাজ। ইতি পড়ে ‘সিডনাজ’ জুটিতে৷ সকাল থেকেই অনুরাগীদের বানানো নানান ভিডিওতে ফের ধরা পড়ছে শেহনাজ, সিদ্ধার্থের সেই ঝলমলে বসন্ত এর দিন গুলি।