• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুঙ্গে তবু শ্যুটিং-এ আসছে নিত্যনতুন বাঁধা! অনুমতি পেয়েও বিপদের মুখে মিঠাই, খড়কুটো

টলিপাড়ায় স্বস্থির খবর মিলেছে, শুটিংয়ের (Shooting) জন্য অনুমতি পাওয়া গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ১৬ ই জুন অর্থাৎ আজ থেকেই শুটিংয়ের অনুমতি মিলেছে। কিন্তু ইতিমধ্যেই সিনে মেক-আপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (Cine Makeup Artist Association) একটি বিজ্ঞপ্তি (Notice) রীতিমত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই বিজ্ঞপ্তিতে একাধিক সিরিয়ালের টেকনিশিয়ানদের (Technician) উদ্দেশ্যে রয়েছে একটি বিশেষ বার্তা। ২০টিরও সিরিয়ালে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টেকনিশিয়ানদের জন্য।

মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গিল্ডের অনুমতি ছাড়া ২০টিরও সিরিয়ালে কাজ করতে পারবেন না ফেডারেশনের সদস্য থাকা কোনো টেকনিশিয়ান। এই নিষেধাজ্ঞা জারি থাকবে প্রোডিউসার ও গিল্ডের মধ্যে নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত। এর ফলে শুটিংয়ের অনুমতি মিললেও রীতিমত অনিশ্চিত হয়ে পড়ল বেশিরভাগ সিরিয়ালের ভবিষ্যৎ। কোন সিরিয়ালগুলোর ক্ষেত্রে জারি হল নিষেধাজ্ঞা, রইল সেই সমস্ত সিরিয়ালের তালিকা।

   

Shootinf from Home

  • মিঠাই
  • খড়কুটো
  • কৃষ্ণকলি
  • শ্রীময়ী
  • অপরাজিতা অপু
  • দেশের মাটি
  • মোহর
  • তিতলি
  • গ্রামের রানী বীণাপাণি
  • খেলাঘর
  • বরণ
  • যমুনা ঢাকি
  • রিমলি
  • গঙ্গারাম
  • জীবনসাথী
  • সাঁঝের বাতি
  • ওগো নিরুপমা
  • কি করে বলবো তোমায়
  • ফেলনা
  • ধ্রুবতারা
  • মন ফাগুন (নতুন সংযোজন)
  • ধূলিকণা (নতুন সংযোজন)

এই সিরিয়ালগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে পুরোনো হোক বা নতুন কোনো সিরিয়ালেই কাজ করা যাবে না। যদি কাজ করতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল করে দেওয়া হবে। শুটিংয়ের জন্য সংগঠনের সাধারণ সম্পাদকের অনুমতি নিতে হবে। না হলেই করা পদক্ষেপ নেবে সংগঠন।

Mithai,Khorkuto,Sreemoyee,Krishnakoli,Cine Makeup Arsist Association,Notice,Bengali Serial,Serial Shoting,মিঠাই,খড়কুটো,শুটিং,সিনে মেক-আপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন

এছাড়াও আরো বলা হয়েছে যদি কোনো প্রযোজকের থেকে কোনো ধরণের টাকা অ্যাকাউন্টে পাঠানো হয় তাহলে তা ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে সাধারণ সম্পাদক ব্যাপী মালাকারকে। সাথে টাকা পাঠানোর ছবি বা প্রমাণ দিতে হবে। ১৪ই জুনের এই বিজ্ঞপ্তি কার্যত সিরিয়ালের সম্প্রচারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। আশা করা যায় শীঘ্রই এই সমস্যার সমাধান হবে ও নতুন চুক্তির পর সকলে আবার কাজ শুরু করবেন।

প্রসঙ্গত, আগামী ৩০শে জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে শুটিংয়ের জন্য অনুমতি মিলেছে। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম ও কোডিভ মেনে তবেই করা যাবে শুটিং। সর্বাধিক ৫০ জনকে নিয়ে করা যাবে শুটিংয়ের কাজ। সাথে সকলকে ভ্যাকসিন নিয়ে থাকতে হবে। এছাড়াও মাস্ক সানিটাইজিং ও সামাজিক দূরত্ব বিধি পালন করতে হবে।