• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবাইকে দিয়ে বাংলার সেরা মিঠাই! TRP তালিকায় নতুন চমক, কে কোথায় রইল সম্পূর্ণ লিস্ট

Published on:

Mithai,Bengali Serial,TRP,TRP List,টিআরপিও,বাংলা সিরিয়াল,মিঠাই,সর্বজয়া,খড়কুটো,ধূলোকণা,Sarbajaya,Uma,Dhulokona,Khorkuto,Mithai Serial This Week TRP,Serial TRP List,Mithai TRP Point

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের জন্য সপ্তাহের একটা দিন বেশ টান টান উত্তেজনার দিন। কারণ প্রতিসপ্তাহের বৃহস্পতিবার সিরিয়ালের জনপ্রিয়তার প্রমাণপত্র হাতে মেলে। বিগত বেশ কয়েকমাস ধরে একনাগাড়ে প্রথমস্থানে রয়েছে মিঠাই (Mithai) সিরিয়াল। অনেক সিরিয়াল এল গেল কিন্তু মিঠাইকে টেক্কা দিতে পারেনি কেউই। ইতিমধ্যেই এসপ্তাহের TRP তালিকা প্রকাশ্য়ে এসেছে। যেখানে অনেকটাই পরিবর্তন চোখে পড়েছে।

সবাইকে বিশাল পয়েন্টে টেক্কা দিয়ে একেবারে প্রথম স্থানে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল। একগুচ্ছ নতুন সিরিয়াল আরম্ভ হলেও নিজের গৌরব কিন্তু একইভাবে ধরে রেখেছে মিঠাই। শুরুতেই দেবশ্রী রায়ের সিরিয়াল সর্বজয়া যে গতিতে এগোচ্ছিল, তা অনেকটাই কমে গিয়েছে। বরং সর্বজয়াকে টেক্কা দিয়ে এগিয়ে আসছে ধূলোকণা।

Mithai,Bengali Serial,TRP,TRP List,টিআরপিও,বাংলা সিরিয়াল,মিঠাই,সর্বজয়া,খড়কুটো,ধূলোকণা,Sarbajaya,Uma,Dhulokona,Khorkuto,Mithai Serial This Week TRP,Serial TRP List,Mithai TRP Point

এসপ্তাহের টিআরপি তালিকায় ১০.৬ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে মিঠাই। আর দ্বিতীয়তে উঠে এসেছে যমুনা ঢাকি। সিরিয়ালে যমুনা মারা গিয়েও মারা যায়নি। এসপ্তাহে ৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি সিরিয়ালটি। এরপর নিজের তৃতীয় স্থান ধরে রেখেছে নতুন আরম্ভ হওয়া সিরিয়াল উমা। এসপ্তাহে উমার প্রাপ্ত পয়েন্ট ৭.৬। আসুন এবার দেখে নেওয়া যাক বাকিদের কে কোথায় রইল।

করুণাময়ী রানি রাসমণি– ৭.৬

অপরাজিতা অপু– ৭.১

ধুলোকণা, খড়কুটো– ৭.০

সর্বজয়া– ৬.৮

মন ফাগুন– ৬.৭

এই পথ যদি না শেষ হয়– ৬.৩

গঙ্গারাম– ৬.২

শ্রীময়ী– ৫.৮

কৃষ্ণকলি– ৫.৮

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥