বৃহস্পতিবার মানেই সিরিয়ালপ্রেমীদের মনে ধুকপুকানি কিছুটা হলেও বেড়ে যায়। প্রিয় সিরিয়ালকে সেরা সিরিয়ালের মুকুট পেতে দেখতে চান সকলেই। ব্যাপক জনপ্রিয় দুই সিরিয়াল মিঠাই (Mithai) আর গাঁটছড়ার (Gatchora) মধ্যে লেগেছে জোর টক্কর। মিঠাইকে টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থান থেকে সরিয়ে ফেলেছিল গাঁটছড়া। তবে গত সপ্তাহে আবারও প্রথম স্থান ফিরে পেয়েছে মিঠাই। আর এই সপ্তাহেও নিজেকে আবারও সেরা প্রমাণ করে দিল সকলের প্রিয় মিঠাইরানী।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিয়ালের টিআরপি তালিকা। যেখানে এবারেও প্রথমস্থান দখল করেছে মিঠাই সিরিয়াল। এবারের তালিকায় ৮.৬ পয়েন্ট পেয়েছে মিঠাইরানী। আর ঠিক পিছনেই রয়েছে গাঁটছড়া, মাত্র ০.২ কম পেয়ে ৮.৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে খড়ি-ঋদ্ধির জুটি। তবে এই সপ্তাহে চমকে দিয়েছে নতুন শুরু হওয়া সিরিয়াল গৌরী এল। এবারের টিআরপি তালিকায় গাঁটছড়ার সমান ৮.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে গৌরী এল।
শুধু প্রথম দ্বিতীয়তেই নয়, বাকি তালিকাতেও রয়েছে দারুন চমক। এবারে রীতিমত সবাইকে চমকে দিয়ে ৭.৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। সিরিয়ালে বিয়ের পর্বের জেরে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেটা টিআরপি আরও বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এরপর চতুর্থ স্থানে উঠে এসেছে উমা সিরিয়াল আর পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং। চলুন এবার গোটা তালিকাটা দেখে নেওয়া যাক।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকাঃ (Benglai Serial TRP List)
মিঠাই – ৮.৬ (প্রথম)
গাঁটছড়া, গৌরী এলো – ৮.৪ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া – ৭.৯ (তৃতীয়)
উমা – ৭.৬
আলতা ফড়িং – ৭.৫
ধুলোকণা – ৭.৪
পিলু – ৭.২
লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.০
আয় তবে সহচরী – ৬.৭
মন ফাগুন – ৬.৬
সেরা দশ সিরিয়াল বাদে সম্প্রতি শুরু হওয়া ‘উড়ন তুবড়ি’ সিরিয়াল নিয়ে অনেকেই ভালো ফল আশা করেছিলেন। কিন্তু সেটা হয়নি। এবারের তালিকায় মাত্র ৪.২ পয়েন্ট পেয়েছে ‘উড়ন তুবড়ি’। অন্যদিকে অসমবয়সী প্রেম নিয়ে তৈরী অরিন্দম-নোলকের কাহিনীও সেরা দশে থাকতে ব্যর্থ হয়েছে।